![]()
এই পাখিটি আমাদের বাংলাদেশে পাওয়া যায়। কে কে দেখেছেন এই পাখিটি?
আমার জীবনে মাত্র দুইবার এই পাখি দেখার সৌভাগ্য হয়েছে। দুইবারই পার্বত্য চট্টগ্রামে। একবার কাপ্তাই ন্যাশনাল পার্কের রাম-পাহাড়ে, আরেকবার লংগদুর গভীরে। বাংলাদেশে বর্তমানে এদের সংখ্যা খুবই কম। বাংলাদেশে রয়েছে এরকম অনেক সুন্দর সুন্দর পাখি যা আমাদের অমূল্য সম্পদ। বন ধ্বংস, শিকার এসব কারণেই এরা দিন দিন কমে যাচ্ছে, চলে যাচ্ছে বিলুপ্তির কাছাকাছি। হয়ত একদিন চিরতরেই হারিয়ে যাবে এসব সম্পদ।
এই পাখির ইংরেজি নাম Red-headed Trogon এবং বৈজ্ঞানিক বা দ্বিপদী নাম (Harpactes erythrocephalus) যা Trogonidae, Family বা পরিবারের সদস্য। 'Trogon' একটি গ্রিক শব্দ যার বাংলা হল ঠোকরানো। অর্থাৎ এই পাখি গাছে ঠোকরিয়ে গর্ত করে সেখানে তাদের বাসা বানায় অনেকটা কাঠঠোকরার মতো। ছবিঃ ইন্টারনেট
সূত্রঃ প্রাণিজগতের অজানা রহস্য
সর্বশেষ এডিট : ১৭ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




