আমি কর্মসুত্রে গাজীপুরে থাকতাম। সেখানে এক হুজুর এর সাথে পরিচয়। কোন পরিচিত লোক ছিল না। যা হোক হুজুর খুব ভালো মানুষ। আল্লাহর ইচ্ছায় তিনি আমাকে থাকার জায়গা দিলেন। তিনি রান্না করে ও খাওয়ালেন বেশ কিছুদিন। আলহামদুিল্লিহ সব ঠিক। কিন্তু কিছুদিন পর হুজুর বললেন আপনাকে নামাজ পড়তে হবে। খাইতে ও আমার সাথে থাকতে হলে। এটাও ঠিক নামাজ না পড়লে তার কষ্টটা হালাল হয় না, তার ভাগে সওয়াব যায় না।
পরবর্তীতে আমার মনে প্রশ্ন জাগলো যে , তাহলে মানুষ হয়ে আমি কি পেলাম। সব কি বেহেশতের জন্য। মনুষত্বের জন্য কি কিছু নেই। না সেই হুজুর বা হুজুরদের কোন দোষ বা কিছু বলছিনা। হুজুররা অনেক ভালো। অনেক কষ্ট করে ধর্মের জন্য।
কিন্তু ধর্মের কাছে কি মনুষত্ব হেরে যাবে সারাজীবন।
ইসরায়েল, ফিলিস্তিন একটা উদাহারন।
ধন্যবাদ সবাইকে, আমার প্রশ্ন ছিলো "ধর্মের কাছে কি মনুষত্ব হেরে যাবে সারাজীবন?"। ধর্ম আগে না মানুষ আগে।
সৃষ্টি আগে মানুষ হয়েছে। ধর্ম পরে এসেছে। তাহলে মনুষত্ব আগে হওয়ার কথা ধর্ম পরে। আমি সেটা একটা উদাহারন হিসেবে তুলে ধরেছি। আমি সেই হুজুরের জন্য দোয়াও করি। আল্লাহ তাকে তার প্রতিদান দিক।
কিন্তু মনুষত্ব আগে।
সর্বশেষ এডিট : ২৪ শে নভেম্বর, ২০২৫ সকাল ৯:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


