লাল - নীল - বেগুনি ক্ষুধারা
নানান আকৃতির - নানান বর্ণের মানুষগুলোকে
কত্ করে গিলে খাচ্ছে আজকাল হরদম, বেলা অবেলায়।
আর ভেজালের এই পোস্ট-মডার্ণ যুগে
গোলমেলে, নিয়মিত নিয়ম করে
প্রজাপতি উড়ে বেড়ানো বড়-ছোট,
মোটা-ভোটা ক্ষুধার্ত পাকস্থলিগণেরা
উগড়ে ফেলছে যত্রতত্র!
অর্ধ হজম হওয়া এই নানান বর্ণের মানুষেরা
(মানুষই তো, নাকি অন্য কিছু?)
সৌরজগতের এই ছোট্ট অর্ধগোলকে
বেশ তো খেয়ে-পড়ে-চলে-বেচে(!) যাচ্ছে!
সর্বশেষ এডিট : ১৫ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১২:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




