যা ঘটে গেল এই ২০১১ ক্রিকেট ওয়ার্ল্ডকাপে মিরপুর স্টেডিয়ামে, এস. এ. টিমের সাথে বিডি টিমের, তাতে আমাদের বিশাল বেতনের সব প্রফেশনাল ক্রিকেটারদের জন্য কোন শাস্তির ব্যাবস্থা করা যায় কিনা তাই নিয়ে এই পোস্ট! (এরপরেও আমাদের দেশ বলে আমরা তোমাদের ভালোবাসি, সাপোর্ট করি, করবো।) ভাল পারফরমেন্সের জন্য বোনাস থাকলে বেশি খারাপের জন্য ডিটেনশন থাকা উচিৎ! আমার কাছে যা আছে:
১. ১৮ তারিখের বড় চাদের (সুপার মুন) আলোয়, যদিও এখন ২০ তারিখ, খালি গায়ে কোন নদীর তীরে সারা রাত রাখা। (সুপার মুন যদি কোন পাওয়ার দিতে পারে!)
২. খুজে বের করতে হবে যে ফুকুশিমা'র রেডিয়েশন এখন কোথায় বৃস্টি হয়ে পড়ছে, তারপর তাতে সবাইকে (সাকিবকে না নিলেও হয়!) বৃস্টি বিলাসে বাধ্য করা। (এতে যদি কোন বিক্রিয়া ঘটে এবং কোন পরিবর্তন হয়! )
যদি আপনাদের ব্যাস্ত সময়ের মাঝে এর জন্য কোন সময় থাকে তাহলে আর কি কি হতে পারে?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




