ঘুম থেকে উঠেই বেরিয়ে পরলাম টি এস সি , ছবির হাট, রমনা , শাহাবাগ ইত্যাদি জায়গায় ঘুরলাম আমরা দুই জন খুবই ভাল ভাবেই দিনটা পার করলাম । দেখলাম মানুষ কতোটা সুখে শান্তিতে দিনটা পালন করতে পারে তবে আমাদের শান্তিটা ছিলো ইকটু ভিন্ন ধরনের । যখন দেখলাম ছেলে মেয়েরা খুবই হাসি-মজা করছে তখন আমার কাছে খুবই হিংসা লাগছিলো কারন আমাদের সাথে কোন মেয়ে বন্ধু নাই ,আমি আর আমার ডিপার্টমেন্টের সিনিয়র ভাই ছিলাম । তাই মনে তৃপ্তি পাওয়ার জন্য বেছে নিলাম অন্য উপায় - গরিবদের দান ২-৫টাকা করে দিলাম । আসলেই এ এক অন্য তৃপ্তি যা লিখে বুঝানো যাবেনা ।
আসলে ত্যাগেই সুখ । সারা দিন একজন মেয়ে বন্ধুর জন্য খুবই খারাপ লাগছিলো কারন এতো মেয়েদের ভিড়েও আমার একজন মেয়ে বন্ধু নাই কিন্তু শেষ বিকেলে এই খারাপ লাগার কষ্টোটা অনেক কমে গিয়েছিলো কারন কিছু টাকা গরিবদের দেয়ায় তাদের ইকটু হাসি মনের মধ্যে থাকা কষ্টোকে মুছে ফেলেছে । তখনই বুঝলাম এটাই মনের তৃপ্তি ।
এটাই বেচে থাকার অর্থ । অসহায় মানুষের পাশে দাড়ানোর মজাই আলাদা ।
শুধু একটা কথাই বলবো ‘’মানুষ মানুষেরই জন্য’’

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




