#মাষ্টার #সিয়াম #বাঁচবেই - #বেঁচে #উঠুক #একটি #প্রাণ, #বেঁচে #থাক #একটি #জীবনের #স্বপ্ন ।
১ বছর ৬ মাসের মাস্টার সিয়াম এখন লাইফ সাপোর্টে আছে ।
আয়শা মেমোরিয়াল হসপিটাল I.C.U - তে ।
বাচ্চার মা-বাবা, ডাক্তার এবং হসপিটালের ম্যানেজারের সাথে কথা বলি গত পরশু । তাদের কথা শুনে নিজেই ঠিক থাকতে পারিনি ।
ছোট বাচ্চার মাথায় ৪ টা হাড় ভেঙ্গে গেছে । টিভি নিয়ে খেলবার সময় মাথায় টিভি পরে এখন লাইফ সাপোর্টে আছে মাস্টার সিয়াম ।
বাবা পেশায় চাকুরীজীবী । মা বাসা বাড়িতে বুয়ার কাজ করে ।
এমন অবস্থায় তাদের মাথায় প্রায় ২ লক্ষ্য টাকার ভার ।
হসপিটালের বিল প্রতি দিন প্রায় ১৮ হাজার টাকা আসে ।
আমিও জানি আপনারাও জানেন, এমন ফ্যামিলির পক্ষে ২ লক্ষ টাকা যোগার করবার ক্ষমতা রাখে না । ডাক্তার বলেছে ঠিক হয়ে যাবে তবে ৪-৫ দিন লাইফ সাপোর্টেই রাখতে হবে ।
টাকার সমস্যা হচ্ছে বলে ডাক্তাররা চাচ্ছে যত তারাতারি সম্ভব লাইফ সাপোর্ট খুলে সিয়াম কে বেডে দিতে । কিন্তু মাস্টার সিয়াম, লাইফ সাপোর্টে ছাড়া থাকতেই পারছে না ।
২ দিনে হসপিটালের বিল জমা পরেছে ৩০ হাজার টাকা, এই দিকে ২ দিনের খরচ বহন করে সিয়ামের বাবার হাত একদম খালি ।
কাল থেকে প্রতিদিন ১৮-২০ হাজার টাকা হসপিটালে দিতেই হবে ।
মাস্টার সিয়ামের উন্নত চিকিৎসার জন্য এগিয়ে আসুন ।
।
।
।
সাহায্য পাঠানোর জন্য :-
==========================
একাউন্ট নংঃ 012012-10000-4117
Mohammad Imran Sarkar, UCB bank
মিরপুর রোড ব্রাঞ্চ, ঢাকা- ১২০৫
==========================
ডাচ-বাংলা মোবাইল ব্যাংকিং নং : 016700901033 (আবির)
==========================
বিকাশ নংঃ 01858724576 (পারশোনাল)
বিকাশ নংঃ 01672463264 (পারশোনাল)
বিকাশ নংঃ 01682840500 (পারশোনাল)
==========================
যোগাযোগঃ 01670090103 (আবির)
==========================
যারা দেশের বাইরে আছেন, ইচ্ছে করলে "মাস্টার সিয়ামের" জন্য অনলাইনেও টাকা ট্র্যান্সফার করতে পারবেন। টাকা ট্রান্সফার করে একটা মেসেজ দিলেই চলবে।
=============================
Account name: MISS ATISHA RAHBER
Metro bank
Account Number: 12880022
Short Code: 23-05-80
=============================
PayPal Account-
Name: Alfasani Khan
PayPal Email: [email protected]
Mobile: 00447856848060
আমাদের পুরো টাকা কালেকশন এবং খরচ এর জবাবদিহি পাবেন এই লিংক-য়েঃ Click This Link
ইভেন্ট লিঙ্কঃ Click This Link
আশা করি সবাই সাহায্য করবেন।যে যা পারেন তা দিয়েই সাহায্য করবেন।
মানবতার জয় হোক

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


