আমু আজ থেকে বন্ধ হয়ে গেছে। এতে আমুর ব্লগাররা তদের ব্লগিং এর প্লাটফর্ম হারিয়েছে।
আপনারা জানেন, "সোনা ব্লগ" যখন বন্ধ হইছিল তখন সবচেয়ে বেশি ক্ষতি হয়েছিল ছাগুদের । ঠিক তেমনি আমু বন্ধ হওয়াতে সবচেয়ে বেশি ক্ষতি হল "চুশিল হনু"দের !!
ছাগুরাও সোনা ব্লগ বন্ধের পর ট্রাই করছিল সামুতে জায়গা করে নেওয়ার। কিন্তু তাদের গদাম সহ তাড়িয়ে দেওয়া হয়েছিল।
আজ থেকে "চুশিল হনু"রাও সে চেষ্টা শুরু করেছে।
প্রায় বেশিরভাগ আমু ব্লগারদের সামুতে আগে থেকেই নিক আছে। (সামু সবচেয়ে বড় বাংলা ব্লগ। তাই সব ব্লগারের সামুতে একটা নিক রাখা একান্ত কর্তব্য)
এই চুশিল হনুরা আগামী কয়েকদিন পোস্ট দিয়ে - কমেন্ট করে প্রথম পাতা গরম করে রাখবে।
আমু থেকে আগত "চুশিল হনু"দের বৈশিষ্টঃ
১। নিকটি ২/৩/৪ বছরের পুরান হবে ।
২। সর্বশেষ পোস্টটি আনেক মাস আগে দেওয়া। আথবা সর্বশেষ পোস্টটি শাহাবাগ উপলক্ষে দেওয়া । কিন্তু তার আগের পোস্ট কমপক্ষে ১ বছর আগে দেওয়া।
৩। সর্বশেষ কমেন্টটি আজকে দেওয়। কিন্তু তার আগের কমেন্টটি অনেক মাস আগে দেওয়া। এবং লাস্ট ৭-৮টা কমেন্ট চেক করলে দেখা যাবে তিনি ৩ থেকে ৬ মাস পর পর কমেন্ট করেন।
৪। বেশিরভাগ পোস্ট ও কমেন্ট চুলকানিমূলক।
উপরোক্ত সব পয়েন্ট মিলেগেলেই বুঝবেন তিনিই সেই আমুর "চুশিল হনু"!!
তাদের দেখলেই বাম হাত দিয়ে স্বাগতম জানাবেন।
আর মডারেশনকে বলছি, বেশি ব্লগার বেশি হিট !! এই চিন্তা কইরেন না ।
আজ আরিফ জোবেতিবের ফেবু পোস্টে দূর্যধনের কমেন্ট ও তার জবাবের একটা স্ক্রিনসর্ট দিলাম।
আলুপোড়া খাওয়ার চেষ্টা করলে কিনু ঘর(ব্লগ) পোড়ার রিস্ক বাড়বে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




