
ফেসবুক নিয়ে কথার শেষ নাই। কেউ করে ফেসবুকের গুন কীর্তন, কেই বলে ফেসবুকই শেষ করে দিল। যে যাই বলুক, ফেসবুক আগিয়ে চলেছে নিজের গতিতে। ইতিমধ্যেই ফেসবুক ৫০ কোটি গ্রাহক ছাড়িয়ে গেছে এই ঘোষনা ফেসবুক কর্তৃপক্ষের। তাদের টার্গেট এখন ১০০ কোটি। ফেসবুক ব্যান করে ব্যাপক সমালোচনায় পড়ে বাংলাদেশ ও পাকিস্তানি সরকার। ইরানেও বহুদিন ফেসবুক বন্ধ ছিল। চীনে আজকে খুললে কালকে ফেসবুক বন্ধ করে দেয়। এই যখন ফেসবুক বিড়ম্বনা তখন বাস্তবে ফেসবুকের কি অবস্থা?
টেলিগ্রাফ অনলাইনের খবরে জানা গেছে, ১৮ থেকে ৩৪ বছর বয়সী মেয়েদের এক-তৃতীয়াংশই ঘুম থেকে উঠেই সবার আগেই গিয়ে ফেসবুকে বসে। এমনকি তারা টয়লেটে গিয়েও সময় নষ্ট করে না। এ বছরের মে-জুন মাসে অক্সিজেন মিডিয়া আর লাইটস্পিড রিসার্চ একটি জরিপে এ তথ্য পেয়েছে। আর ও জানা যায় ফেসবুক ব্যবহারকারি মেয়েদের সংখ্যাই বেশি। যুক্তরাষ্ট্রে পুরুষ ফেসবুক ব্যবহারকারী ৪০%। আয়ারল্যান্ডে ৭৩% আর চায়নায় ৭২% ব্যবহারকারি মেয়ে। তবে সর্ব নিম্ন নারী ফেসবুক ব্যবহারকারী দেশ হল সৌদী আরব, পাকিস্তান, মিসর ও আরব আমিরাত।
জরিপের বরাতে সংবাদমাধ্যমটি আরো জানিয়েছে, মেয়েদের ২১ শতাংশই ফেসবুক ব্যবহার করে রাতে। ওই ২১ শতাংশের মধ্যে ৪২ শতাংশই মনে করে ফেসবুকে তাদের মাতাল অবস্থার ছবি দেয়া ‘কোনো ব্যাপারই না’। আর ৭৯ শতাংশ মেয়ে তাদের চুমু খাওয়ার ছবি ফেসবুকে পোস্ট করতে যথেষ্টই আগ্রহী। অন্যদিকে, ৬৫ শতাংশ ছেলে ফেসবুকের পরিচয় থেকেই সরাসরি ডেটিংয়ে যেতে আগ্রহী, যেখানে মেয়েদের ক্ষেত্রে পরিমাণটি একটু কম, ৫০ শতাংশ। আবার, মাত্র ৯ শতাংশ মেয়ে ফেসবুক ব্যবহার করে তাদের প্রেমের সম্পর্ক ভেঙেছে, যেখানে ছেলেদের ক্ষেত্রে এর পরিমাণ ২৪ শতাংশ।
সংবাদমাধ্যমটি আরো জানিয়েছে, তবে জরিপে প্রাইভেসি সেটিং নিয়ে পাওয়া গেছে মিশ্র প্রতিক্রিয়া। জরিপে অংশগ্রহণকারীদের প্রায় ২৫ শতাংশই বলেছে তারা ফেসবুক ব্যবহার বন্ধ করবে না

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


