আমি যানিনা। একটা দেশ তার কি কি নিয়ে গর্ব করতে পারে। তবে এই বয়সে এই টুকু বুঝি কোন জাতির কালচার তাকে বিশ্বে পরিচয় করিয়ে দেয়। এক সময় বলতে ভাল লাগত যে আমরা খুব উচু মানের কালচারের গর্বিত জাতি। আমাদের কালচার জন্ম দিয়েছে নজরুল, সুকান্তের মত কবিকে। আমাদের কালচার শক্তি দিয়েছে রুনা লায়লা আর সাবিনার মত শিল্পিকে ভুবনকে মাতিয়ে দেয়ার। কিন্তু আমার মনে হল শাহরুক খানের শো আমাদের বাংলা কালচার কে নতুনভাবে লিখে দিল।
মিসেস বচ্চনের " সেক্সি লেডি অন দা ফোন" বা বা সালমানের হবু বউয়ের "কিস মি কিস মি" গান আমাদের পুরুষের পশুত্বকে জাগিয়ে দিলেও আমাদের সুস্থ বিনোদনের অংশ কখনো হতে পারেনি। কিন্তু আমার মনে হল আমাদের সবই ভুল ছিল। যেভাবে বয়স, লিংগ বাধা অতিক্রম করে সবাই ঝাপিয়ে পড়ল শাহরুকের উপর দেশের সব মানুষ, তাতে এই ইউরোপের সো কল্ড নগ্ন সভ্যতায় বাস করেও দেশের সুস্থ সাংস্কৃতির স্বপ্ন লালনকারী হিসাবে বলতে
আমি নিজেকে আর বাংলাদেশী ভেবে গর্ব করিনা। এটা যদি বাংলাদেশের কালচার হয় তবে আমি বাংলাদেশী না।
সর্বশেষ এডিট : ১১ ই ডিসেম্বর, ২০১০ রাত ৮:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



