মার্কিন যুক্তরাষ্ট্রের যেসব গোপন দলিল উইকিলিকস প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে, আন্তর্জাতিক রেডক্রস মার্কিন কূটনীতিকদের জানিয়েছে, ভারতীয় বাহিনী কাশ্মিরি মুসলমানদের ওপর অকথ্য নির্যাতন চালায়। রেডক্রসের কর্মকর্তারা ২০০২ থেকে ২০০৪ সালের মধ্যে কাশ্মিরের বন্দীশিবিরগুলো পরিদর্শনের পর যে প্রতিবেদন তৈরি করেছেন তাতে বলা হয়েছে, ভারতীয় বাহিনী কাশ্মিরি বন্দীদের ওপর নির্দয় প্রহার, বৈদ্যুতিক শক, যৌন নির্যাতনসহ অন্যান্য পাশবিক অত্যাচার চালায়। রেডক্রস মার্কিন কূটনীতিকদের জানিয়েছে, তাদের কর্মকর্তারা ১৭৭ বার কাশ্মিরের বন্দীশিবিরগুলো পরিদর্শন এবং ১,৪৯১ জন বন্দীর জবানবন্দী নিয়ে ওই প্রতিবেদন তৈরি করেছেন। এসব বন্দী বলেছেন, তাদেরকে বৈদ্যুতিক শক দেয়া হয়, ছাদের সাথে পা বেঁধে ঝুলিয়ে রেখে নির্দয় প্রহার করা হয়, শক্ত হাতুড়ি দিয়ে পিটিয়ে পায়ের মাংস থেতলে দেয়া হয়, পানিতে চুবানো হয় এবং যৌন নির্যাতন চালানো হয়। আন্তর্জাতিক রেডক্রস বলেছে, কাশ্মিরের বন্দীশিবিরগুলোর বর্তমান অবস্থা ১৯৯০ এর দশকের চেয়ে কোন অংশে কম নয়।
ভারতীয় নিরাপত্তা বাহিনী গত জুন থেকে এ পর্যন্ত গুলি করে অন্তত ১১১ জন কাশ্মিরিকে হত্যা এবং কয়েক হাজার মানুষকে গ্রেফতার করেছে। এ নিয়ে ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে যখন চরম উত্তেজনা বিরাজ করছে, তখন সেখানে বন্দী নির্যাতনের লোমহর্ষক তথ্য প্রকাশিত হল। উইকিলিকসের বরাত দিয়ে বৃটিশ দৈনিক দ্যা গার্ডিয়ান, যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক টাইমস, ফ্রান্সের লা মন্ড, স্পেনের এলপাইস এবং জার্মানির ডার স্পাইগেল পত্রিকায় এ তথ্য প্রকাশিত হয়েছে।
সুত্র : ইরানী বাংলা নিউজ এবং জার্মান বাংলা নিউজ
বিশ্ব বিবেক এখন চুপ কেন? মুসলিমরা কি মানুষের মধ্য পড়েনা??

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




