ময়ূর ও ময়ূরী-০৯
--------------------
এখন আমার ভাঙ্গতেই ভাললাগে,
চেতনে অচেতনে ভাঙ্গি আমার সকল গড়া,
ভয়ানক বেহেসাবি বেদামী গড়েছি,
প্রত্যাশার ইটগুলি খসাই একটি একটি করে,
এখন আমার ভাঙ্গতেই ভাললাগে,
স্বর্গ নেই তোমাতে ও আমাতে।
এখন আমার খুঁড়তেই ভাললাগে,
দিনে ও রাতে খুঁড়ছি আমার বোধের কবর,
প্রেমের বোধগুলিকে ঘুম পাড়ানি গান শোনাই,
তোমার হীম শীতল ভালবাসার কারবালাতে,
খুঁড়তে থাকি দিনে ও রাতে,
উষ্ণতা নেই তোমাতে ও আমাতে।
ভেঙ্গে যায় সবিই- তুমি ও আমি,
ভাঙ্গনের তোড়ে মুক্ত বেসাতি,
প্রেমের সওদা-বোধের পেয়ালা,
সকল শোভা সকল গড়া,
দুঃখ সুখের শরাব আমি,
ভাংড়ির দরে বেচব সবিই।
---------------------------------
রংপুর
২৬/১১/২০২৩ ইং
সর্বশেষ এডিট : ২৬ শে নভেম্বর, ২০২৩ রাত ৮:২০