
দেশের মানুষের উপর বাঁশ দিয়ে তেলের দাম বাড়লো। এই ভর্তুকি অন্যভাবে দূর করা যেতো। দমন পীড়ন দলীয় প্রভাব, দেশটা মনে হয়েছে আওয়ামীলীগ এর, তখন বঙ্গবন্ধুর আদর্শ কে ভুলে গেছেন। আবার একটা দল আসবে আবার তাদের উদ্দেশ্য যদি আওয়ামীলীগ সরকার মত হয়। ক্ষমতাসীন দলের ভয়ে বলতে পারিনি। তবুও আমি বঙ্গবন্ধু আদর্শ মনে করিয়ে দিয়েছিলাম। আওয়ামী লীগ সেটা কি ভুলে গেছেন নাকি??
রাজনীতি করতে বাংলাদেশ সৃষ্টি হয়নি। বাংলাদেশ সৃষ্টি হয়েছে জনগণের অধিকার নিশ্চিত করতে, ক্ষমতা কায়েম করে জনগণের কথা ভুলে গিয়ে, রাজনীতির কর্মীদের দিয়ে দেশ পরিচালনার নাম কিন্তু গনতন্ত্র বলে আমি বিশ্বাস করি না। গনতন্ত্র নামে পরে রাজনীতি তন্ত্র হয়ে যায়।
গনতন্ত্র হবে জনগণের অধিকার সবার আগে নিশ্চিত করা। প্রধান উপদেষ্টার ইচ্ছা পূরণ হোক সংস্কার হোক। মুছে যাক আগাছা ।এই দেশের মুখ বন্ধ জনগণের অধিকার কখনো নিশ্চিত হবে না। দেশের মানুষের জন্য দেশের স্বাধীনতা হয়েছে। রাজনীতির জন্য নয়।
সর্বশেষ এডিট : ২৬ শে আগস্ট, ২০২৪ রাত ২:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



