
হায়রে বিদ্যার পিঠ আমি নিরুপায়,
বানীতে দুঃখিত এক মর্মাহত ছাত্র
নেন হে সালাম গুরু বিনম্র শ্রদ্ধায়।
কেমন দৃশ্য দেখছি ফেসবুক জুড়ে
জবরদস্তি করলো একদা শিক্ষার্থী,
টানাহেঁচড়া দেখেছি শিক্ষক শরীরে
পদত্যাগ চায় তার নির্লজ্জ সংহতি।
শিক্ষক তোমার স্থান এত ছোট নয়
দল আর ধর্ম বর্ণে- নেই মাপকাঠি,
তোমার স্থান চিরন্ত শ্রদ্ধার্ঘ্য অর্পণ
নিয়োগে পেয়েছো নাকি নেড়ে কলকাঠি।
শিক্ষক কল্যাণ আনে সতত আদর্শে
তোমার শিখনে জাতি হয়েছে মানুষ!
আমি শিখেছি আদব আগামীর পথে
বেয়াদব সৃষ্টি কেনো? তার কোনো হুঁশ।
তোমার চরণ তলে আমাদের স্থান
তোমার সম্মান কেনো ধূলিসাৎ হলো?
যে শিক্ষার মর্মমূলে উদ্দেশ্যে ব্যাহত
শিক্ষিত হতে পারোনি শিক্ষায় যা ছিল।
সর্বশেষ এডিট : ৩১ শে আগস্ট, ২০২৪ রাত ১১:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



