অপরাধী যেনো একটি শাখায় আশ্রয় নিলো বলে
কিভাবে দলের কর্মী বানালে পরিচয়ে নেই জানা,
জুলুম করেও পাড় পেয়ে যায় ক্ষমতা আসলে তার
পাপের হিসাবে মাপ হয়ে যায় যতটুকু ষোল আনা।
অপরাধে কেউ সাপোর্ট দেয় পাপের হিসাবে বোঝা
মাথার উপর ভর করে নেয় খোদার দুয়ারে সোজা
অপরাধী যদি স্বচ্ছ দলেই আশ্রয় নিলো তরে,
তার অপরাধে হবে কলঙ্ক দলের ভিতরে পড়ে।
অপরাধী যদি ধর্মের মাঝে হুটহাট ঢুকে যায়,
ঐ ধর্মেই সম্মান হানি ভক্তি খোরাকি পায়।
অপরাধ যারা করে দিন দিন আশ্রয় দেয় কারা?
পাপের ওজন মাটিও নেয়না হয়নি কী সে ইশারা।
অপরাধে যদি সাপোর্ট করে সমান পাপের ভার,
নিতে হবে ভাই মাথার উপর সমান সমান তার।
মজলুম হয়ে অপরাধী প্রাণে অভিশাপ ছোড়ে গায়,
সেই অভিশাপ তোমার উপর যদি কভু লেগে যায়।
সতর্ক হয়ে পৃথিবীর বুকে বাঁচতে যখন চাই,
অন্যায় কারীকে দলের ভিতরে ঠাঁই দিও নারে ভাই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



