ভিন্ন জাতির মেধার ফসল ফেলার উপায় নাই।
ভিন্ন ধর্মী লোকের সৃষ্ট জাতীয় গীতিকা ছাড়ি,
সবকিছু ভাই ছাড়তে পারবে সবকিছু আর পারি?
মোবাইল তার সৃষ্টি করছে ভিন্ন ধর্মী লোকে!
পারবে কি ভাই এক্ষুনি ছাড়তে আত্নার সম্মুখে।
ইন্টারনেট আবিষ্কার ও ভিন্ন ধর্মী মেধায়,
নিত্য এখন ইউজ করছো দরকারি খুব বিধায়।
মসজিদে ঐ আজান চলছে মাইকে শব্দ আসে,
ঐ মাইক ও ভিন্ন জাতির মেধার বিকাশ হাসে।
কেমন করেই চলবে যে ভাই গোত্রে গোত্রে ভাগ,
ধর্মে ধর্মে বিভক্ত হয়ে বাড়ালো ফ্যাসাদ রাগ।
তোমার ধর্মে লোক কর্তৃক সৃষ্টি কোনটা ভাই,
নিত্য নতুন সৃষ্টি করেই জানান দেওনা তাই।
দলে দলে তাই বিভক্ত হয়ে করো কোন্দল হুদা
জাতির ভিতরে অসহায় করে রাখি চিন্তার ক্ষুধা।
সর্বশেষ এডিট : ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১০:১১