কিভাবে এবং কেনো?
—— আগে ধারনা নেওয়া যাক সময় জিনিস টা কি? সময় হল পরিমাপ এর জিনিস, যেমন ১ কেজি আটা , ১৬ জীবি র্যাম।
আমার প্রশ্ন, যে জিনিস দেখা যায় না সেটা পরিমাপ কিভাবে করে? সময় আপনি ৫ মিনিট পর আসুন, আমার আসতে ১ মিনিট দেরি হবে, এই এক মিনিট পার হতে কয় মিনিট সময় লাগে? কেউ বলতে পারবেন??
সময় এই এনট্রিপির একটা গার্বেজ। সময় গতিশীল, সময় পার হলে বিশৃংখলা বাড়ে, যারা বিজ্ঞান বিভাগ থেকে পড়ে আসেন নাই, এনট্রপি বুঝতে একটূ কষ্ট হবে।
এনট্রপি হল, বিশৃংখলা। যেমন ধরুন, আপনি টেবিল এর উপর আপেল রেখে চলে গেলেন, ২ দিন পরে দেখবেন আপেল পচে গেছে, গরম পানি রুমে রাখলেন, আধা ঘন্টা পর নরমাল হয়ে গেলো, এই সব কিছুই সময়ের সাথে তার আদি অবস্থা থেকে বিচ্যুত হয়ে বিশৃংখলা কিংবা (chaos) এর দিকে যেতে থাকে, এই এনট্রপির সাথে সময় কে জুড়ে দিলাম কেননা, সময় দেখতে পারবেন না, কিন্তু এই বিশৃংখলা হয়ত দেখতে পারবেন, পচে যাওয়া আপেল দেখে বলতে পারবেন হ্যা ভালোই একটা লম্বা সময় পার হয়েছে।
কেমন হতো যদি আপনাকে একটি রুমে আটকিয়ে দি কয়েক ঘন্টার জন্যে কোনো জানালা নেই, ঘড়ি নেই, আপনি কখনো ধারনাই করতে পারবেন না যে কতটুকু সময় পার হয়েছে, সময় বোঝার জন্যে আমাদের ঘড়ি দরকার, সুর্যের আলো কিংবা ছায়া।
তাহলে অতীত বর্তমান ভবিষ্যৎ এগুলা কি? অতীত চলে গেসে, বর্তমান এর অবস্থা ভালো না, আর ভবিষ্যৎ অন্ধকার।
কিন্তু বর্তমান, বর্তমান বলতে আসলে কিছুই নেই, এটা একটা সান্ত্বনা দেবার ধারনা মাত্র। আমরা সবাই আতীতে বাস করি।
হালকা উদাহ্রন দিচ্ছি, আমরা জানি কোনো বস্তু থেকে আলো আসলে বা প্রতিফলিত হলে আমরা সে বস্তু দেখতে পারি, ১০ মিটার দুরত্বে দাঁড়ানো ব্যাক্তির হাত নাড়ানো আপনি সাথে সাথে দেখবেন না, হয়ত কয়েক মিলি সেকেন্ড পর, বা আপনার সামনে দাঁড়ানো ব্যাক্তির হাসি আপনি ন্যানো সেকেন্ড পর দেখবেন, তারমানে আপনি যখন তাকে হাসতে দেখবেন উনি ততক্ষনে অতীতে চলে গিয়েছে।
শব্দের ক্ষেত্রেও একই, শব্দের গতি সেকেন্ডে ৩৩২ মিটার পার সেকেন্ড। ১ মিটার দুরত্বে দাঁড়ানো ব্যাক্তির কথা আপনি কয়েক ন্যানোসেকন্ড পর শুনবেন, তারমানে অই আপনার সামানে দাঁড়ানো ব্যাক্তি সব সময় আপনার সাপেক্ষে অতীতে থাকবে, আপনি সেরকমই , আপনিও অতীতে থাকবেন।
distance = speed x time, time = distance/speed
সময় = দুরত্ব ১ মিটার/ ৩৩২ মিটার পার সেকেন্ড
= ০.০০৩ সেকেন্ড পর শুনবেন আপনার সামনে থাকা ব্যাক্তির কথা। তাহলে কোথায় গেলো বর্তমান?
আমরা কেউই বর্তমানে নেই, আপনি যাকেই দেখবেন যাকেই শুনবেন তারা সবাই আপনার সাপেক্ষে অতীতে থাকবে।
আশা করি বুঝতে পেরেছেন, ভালো থাকবেন অতীতে।