~কোনো বিশেষ উপন্যাস কিংবা কবিতার অংশ নয় এটা, নয় কোনো প্রেম পত্রের ছন্দ । শুধু মাত্র কাউকে কিছুক্ষন বেধে রাখার এক সূক্ষ চেতনার সচেষ্ট প্রয়াসের যের ধরে কলমের কালিতে আকা এই প্রচ্ছদ।
হয়তো কোনো সুখ কে এই ফ্রেমে বেধে রাখতে পারবো না , কিন্তু কিছুক্ষনের জন্য হলেও কারো দুঃখ অনুভুতি হয়ত কিছুক্ষনের জন্যে হলেও এই লেখা আড়াল করতে সক্ষম।
আপনার দৃষ্টি এই ছন্দহীন বর্ণের আসল উদ্দেশ্য খুজতে মগ্ন, কিন্তু আপনি হয়তো তার কিছুই খুজে পাবেন না। অনর্থক হলেও আপনি শেষ পর্যন্ত এটা পরেই যাবেন , পড়া শেষে আপনি হয়তো কিছুই পাবেন না ।এখানে কারোর ভাবার মতোন তেমন কিছুই নেয়।তখন অভিযোগ আনলেও আনতে পারেন ,কিন্ত অভিমান হয়তো আসবে না ।জীবনের অনেক ক্ষেত্রেই এমন টা হয় , সেই জন্যে আগে থেকে ক্ষমা চাচ্ছি ।
সেই যাই হোক কোনো নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে এই লেখা লিখিনি ,কিন্তু অনেক কিছুই লেখা হয়ে গেছে ।আমাদের জীবনটাও এরকম , যা পাবার তা কিন্তু পাচ্ছি না ,অথচ অনেক কিছুই পাওয়া হয়ে গেছে । তবুও আসল টা পাবার বাসনা হৃদয়ের বন্ধ দরজার পিছনে পুশে রাখি। আপনি হয়ত ভাবছেন এটা কোনো philosophy , কিন্তু আসলে তা নয়,অনর্থক কিছু বুঝানোর জন্যে এটা একটা কল্পিত কৌশল, এবং এটাই একটা আনন্দ।যদিও এই আনন্দ টা আপনার কাছে কোনো মুল্য রাখে না ,তবুও আপনি আমার এই লেখা টা অনেক আগ্রহ নিয়ে পড়েই চলছেন।সত্যি বলতে কি , একের অভিলাশ অন্যের অত্যাচার , যেমন টা আমি করছি ।মিছে মিছে আমি আপনার এতোটা সময় নষ্ট করছি ,এতে আপনার রাগ আসবে কিন্তউ কিছুই করার নেয় , মাঝে মাঝে রাগ কেও মনের মাঝে পুষে রাখতে হয়।আপনি ভ্রু কুচকালেও কুচকাতে পারেন ,শুধু সন্দেহ আনবেন না , জগৎএর সবই সত্য, মিথ্যে বলে কিছু নেয় ,শুধু সত্য টা মেনে নেবার মতন সাহস থাকা চাই.।
সমুদ্রের একটা স্রোত যেমন পাড়ে এসে আবার ফিরে যায় , ঠিক তেমনি আপনিও একদিন চলে যাবেন।শুধু আপনার হৃদয়ে একটি হতাশা বেঞ্জক হাসি ফুটে উঠবে। আর এটাই আমার পাওয়া।
সর্বশেষ এডিট : ২২ শে অক্টোবর, ২০২২ সকাল ১০:১০