তুমি বিদেশ যেতে পারবে। তোমার হাত দেখে এটা আমি বলেদিলাম। এক ক্যানভাসার তাবিজ,ঔষধ বিক্রিতা আব্দুলপুর জং রেল ষ্টেশনের প্লাটফর্মে তা বিক্রি করার শেষে সবার হাত দেখতেছিল। তখন জীবন ও তার হাত দেখালে সে এই কথা বলে।
এরপর জীবন কথাটা তার মাকে বলেছিল। মা বলে ধুর, ও সব বাজে কথা। জীবন এক সময় তা ভুলে যায়।
জীবন তখন স্কুল পড়ে। স্কুল থেকে এসে আবার ১১টায় ক্যাম্পাসের মসজিদে আরবি পড়তে যেত। সেই সময় একদিন শাহীনা হক নামে এক মেয়ে, হুজুর আসার আগে গল্পে কথা উঠলে সে বলে তার বাবা ডক্টরেট আনতে বিদেশ গেছে। আর সে বলে আমিও একদিন যেতে পারবো নাকি


একথাটা আর সে তার মাকে বলে নাই, মানে ভুলে গিয়েছিল।
জীবন আজ বিদেশে বেশ কয়েক বছর ধরে। তার মধ্যে সেই সময়ের আর এক বন্ধু শাহীন আজ মালাইশিয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। তার সাথে হঠাৎ করে যোগাযোগ হলে জীবনের এই কথা গুলি মনে পড়ে। সেই পুরানো কথা।
জীবন তাই আজ স্বরণ করছে তার বেস্ট বন্ধুদের...............................
১. শাহীন ( মালাইশিয়া বিশ্ববিদ্যালয় )
২.সুমন ( ডাঃ DCH )
৩.তারেক ( ঐ খানের বিশ্ববিদ্যালয়ের অফিসার )
৪.তপন ( জানা নাই কোথায় চাকুরি করে )
৫.স্বপন ( আনন্দা গ্রুপ )
৬.লিসা ( ঐ খানের বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা )
৭.শাহীনা হক ( জানা নাই কোথায় চাকুরি করে )
কার কার তিল আছে জল্দি দেখেন। বাচ্চা মনের কথা ।
সর্বশেষ এডিট : ০৯ ই মার্চ, ২০১০ রাত ১১:৪৭