
১। আচ্ছা ছবিটার মতো দেখতে একটা যন্ত্র পাওয়া যায় না? যেটাতে সামনেরটা দেখতে এরকম আর পেছনে একটা টেলিফোন রিসিভারের মত প্যাচানো তার ওয়ালা মাইক্রোফোন থাকে? কোন কিছু অ্যানাউন্স করতে গেলে এটা দিয়ে করা হয়। পুলিশরাও মাঝে মাঝে ব্যবহার করে। আবার অনেক ব্যান্ড গানে ভয়েস ইফেক্ট দিতে ব্যবহার করে। বাংলাদেশে এই কাজটা করে জন।
তো এই জিনিসটার নাম কি? কোথায় পাওয়া যায়? দাম কেমন?
২। ওয়াকি টকি। ওয়াকি টকি কোথায় পাওয়া যাবে কিনতে? আমি ফার্মগেটে খুজেছি। পাইনি।

দুটো মানে একজোড়া শর্ট রেঞ্জ ওয়াকি-টকি কিনতে গেলে কত পড়তে পারে? রেঞ্জ কেমন হয় এগুলোর? আর ওয়াকি টকি ব্যবহার করতে কি কোন আইনি ঝামেলা আছে নাকি? মানে কোন ধরণের লাইসেন্স লাগে?
একটু কষ্ট করে তথ্য গুলো দিয়ে একটু উপকার করুন।
সবার জন্যে শুভকামনা রইল
সর্বশেষ এডিট : ২৪ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ২:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




