
স্ক্রাবস কী? হাসপাতালে কর্মরত ডাক্তার, সার্জন, নার্স সবার জন্য একধরণের পোশাক। অ্যাপ্রন নয় কিন্তু। বাংলাদেশের হাসপাতালে এর প্রচলন নেই খুব একটা!
স্ক্রাবস সিরিজটা মেডিক্যাল সিট-কম, মানে সিচুয়েশন কমেডি। প্লটটা হচ্ছে একটা ইন্টার্ণশিপ অ্যালাও করে এমন একটা হাসপাতাল কে ঘিরে, যার নাম স্যাক্রেড হার্ট হসপিটাল। এই হাসপাতালে একদল নতুন ইন্টার্ণ কে নিয়ে কাহিনী শুরু হয়। ব্যকগ্রাউন্ডে সিরিজটা চলতে থাকে প্রধান একটা চরিত্র, ইন্টার্ণ Dr. John Dorian বা J.D'র বর্ণনায়। অর্থাৎ ফার্স্ট পার্সনে বর্ণনা করা পুরো সিরিজের ন্যারেটর J.D ভূমিকায় অভিনয়কারী Zach Braff. বিভিন্ন ঘটনার ভেতর দিয়ে J.D শিখতে থাকে ডাক্তারী, বন্ধুত্ব, ভালোবাসা, জীবনে চলার শিক্ষা। এসবের মধ্যে দিয়েই চলতে থাকে সিরিজ।
মোট ৯ টি সিজনে এই সিরিজের মোট পর্ব ১৮২টি। পর্ব গুলো মোটামুটি ২ অক্টোবর, ২০০১ সালে। এরপর দারুণ দর্শকপ্রিয়তা পেতে থাকা সিরিজটিকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। সিরিজটি শেষ হয় ২০১০ এর মার্চে।
বিল লরেন্সের প্রযোজনায় একে একে ৮ টি সিজন শেষ করে স্ক্রাবস। সিজন ৮ এ এসে আসল কাহিনী শেষ হয়ে যায়। কিন্তু অব্যাহত দর্শকপ্রিয়তা আর চ্যানেলের অনুরোধে স্ক্রাবস এর আরো একটি সিজন নির্মিত হয়। এএই সিজনে নিয়মিত চরিত্রগুলো বেশ অনিয়মিত হয়ে যায়, আর কাহিনীতে বেশ কিছু পরিবর্তণ আনা হয়, যা সেভাবে দর্শকপ্রিয়তা অর্জন করতে পারেনি। এই সিজনটিকে "স্ক্রাবসঃ মেড স্কুল" নাম দেয়া হয়। দর্শকপ্রিয়তা না থাকায় মাত্র ১৩ পর্বের পর সিজন ৯ শেষ হয়ে যায়। এর পর সিজন ১০ আসার কথা থাকলেও প্রযোজক ঘোষণা দেন "স্ক্রাবস মেড স্কুল" এর আর কোন সিজন নির্মাণ করা হবে না।
স্ক্রাবস শেষ না হলেও এটা নিয়ে অভিনেতাদের বা প্রযোজক বিল লরেন্সের কোন দুঃখ নেই। লরেন্স বলেন, মূল কাহিনী তো সেই সিজন ৮ এই শেষ হয়ে গিয়েছে। তাই ওটাকেই আমাদের সিজন ফিনালে ধরে নেয়া যেতে পারে।
স্ক্রাবস পেয়েছে অসংখ্য পুরস্কার ও নমিনেশন। গড়ে ১১।২৪ মিলিয়ন মানুষকে টিভির পর্দায় ধরে রেখেছে স্ক্রাবস।
স্ক্রাবস এ মিউজিকে ব্যবহার লক্ষণীয়। প্রতিটা সিচুয়েশনের জন্য দারুণ দারুণ মিউজিক ব্যবহৃত হয়েছে সিরিজটিতে।
আর স্ক্রীণপ্লের কথা নতুন করে বলার কিছুই নেই। স্ক্রাবস এর মত কোন মেডিক্যাল সিট-কম কখনো নির্মিত হয়নি, আর নির্মিত হবে বলেও মনে হয় না!
যারা দেখেছেন, তাদের অনেক অভিনন্দন! যারা স্ক্রাবস দেখেন নি, জানেন না কী মিস করেছেন! আজই সংগ্রহ করে দেখে ফেলুন।
সবশেষে দেখুন Lazlo Bane এর Superman গানটির ভিডিও। এই গানটিই স্ক্রাবস এর টাইটেল সং।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




