
আগের পোস্টে জানিয়েছিলাম আমরা সবাই একসাথে মেয়েদের বিরুদ্ধে অনৈতিক পোস্ট দেয়া পেজগুলোর বিরুদ্ধে রিপোর্ট করবো। সস্তা জনপ্রিয়তার আশায় মেয়েদের পন্যের মত করে উপস্থাপন করে অশ্লীল পোষ্ট দেয়া আবার সেই একই সাথে ধর্মীয় পোষ্ট দিয়ে মানুষকে ধর্ম শিখানো হয়! এসব ভণ্ড পেজগুলার বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়ার একোটাই উপায়, রিপোর্ট করা। সঠিকভাবে রিপোর্ট না করতে পারলে এসব পেজের কিছুই হবে না। সেজন্যে আমাদের জানতে হবে সঠিক ভাবে পেজ রিপোর্টের নিয়মাবলী। ফেসবুকের সব পেজে এখন টাইমলাইন এক্টিভেট করে দেয়া হয়েছে। তাই আগের নিয়মে রিপোর্ট করা যায় না আর। এই পোস্টে কিভাবে সঠিক ভাবে রিপোর্ট করা যাবে সেটাই দেখানোর চেষ্টা করবো।
প্রথমেই যে কথাটা বলা প্রয়োজন, আমি দেখেছি পেজ রিপোর্ট করতে গিয়ে অনেকে ভুল করে উলটো পেজটা লাইক করে বসে থাকেন। পেজ রিপোর্ট করার জন্যে পেজটা লাইক করার কোন প্রয়োজনই নেই! তাই এ ব্যপারে সতর্ক থাকবেন। আসুন স্টেপ বাই স্টেপ শিখে নিই রিপোর্ট করার নিয়ম।
বড় করে দেখুন
পেজটিতে প্রবেশ করুন। কভার ফটোর নিচে ডান দিকে "লাইক" বাটনের পাশে "মেসেজ" নামে আরেকটা বাটন আছে। কোন কোন পেজে "মেসেজ" বাটন টা নাও থাকতে পারে। এর সাথে ডাউন অ্যারো চিহ্নিত আরেকটা ছোট বাটন থাকে (ছবিতে সার্কেল করা)। ঐ বাটনে ক্লিক করুন।
বড় করে দেখুন
একটি ড্রপডাউন মেনু চলে এসেছে। সেখানে অন্যান্য অপশনের সাথে "রিপোর্ট পেজ" অপশনটি ও রয়েছে। এটায় ক্লিক করুন।
বড় করে দেখুন
উপরের ছবির মত একটি পপ আপ উইন্ডো আসবে। কি কারণে পেজ রিপোর্ট করতে চান তা এখানে জানাতে হবে। লিস্ট এর শেষের দিকে থাকা "সেক্সুয়ালি এক্সপ্লিসিট কনটেন্ট" অপশনের রেডিও বাটনে ক্লিক করুন (ছবিতে লাল অ্যারো দিয়ে চিহ্নিত)। এর পর "কন্টিনিউ" বাটনে ক্লিক করুন।
বড় করে দেখুন
একটি নতুন পপ আপ উইন্ডো আসবে "হোয়াট ইউ ক্যান ডু" নামে যার চেহারা উপরের ছবির মত। এখানে "রিপোর্ট টু ফেসবুক" লেখার পাশের বক্স টায় অবশ্যই টিক মার্ক দিয়ে নেবেন (ছবিতে সার্কেল করা)। এরপর কন্টিনিউ বাটনে ক্লিক করুন।
বড় করে দেখুন
একটি নতুন পপ আপ উইন্ডো আসবে। আপনি যদি ফেসবুকে খুব নিয়মিত ব্যবহারকারী হন, তবে উপরের উইন্ডোটি দেখবেন। এখানে ফেসবুক আপনাকে একটি সুবিধা দিচ্ছে যে, রিপোর্টটি ভেরিফাই করার পর তারা আপনাকে আপনার কন্টাক্ট ইমেইল (যেটা সাইন আপের সময় থেকেই দেয়া আছে) এ একটা ইমেইল পাঠাবে। আপনি চাইলে অপশনটি নিতেও পারেন, নাও নিতে পারেন। না নিতে চাইলে টিক মার্ক তুলে দিন। এরপর "ওকে" বাটনে ক্লিক করুন। আপনি খুব নিয়মিত ব্যবহারকারী না হলে অবশ্য নিচের পেজটি দেখবেন।
বড় করে দেখুন
এরপর একটাই কাজ বাকী, সেটা হলো "ওকে" বাটনে ক্লিক করা। ক্লিক করুন। ব্যাস আপনি সফল ভাবে একটি অশ্লীল পেজের বিরুদ্ধে রিপোর্ট করে ফেলতে পেরেছেন। অভিনন্দন।
আবারো অনুরোধ করছি, পেজ রিপোর্ট করতে গিয়ে কেউ যেনো আবার লাইক দিয়ে বসবেন না!
আপনার বোন/প্রিয়জনকে এসব অশ্লীল পেজের অ্যাডমিন, নারীদের শালীনতার ঠিকাদার, ধর্মব্যবসায়ী ম্যানিয়াকদের কাছে বর্গা দেবেন না! অশ্লীল পেজ পেলেই রিপোর্ট করুন।
আমাদের কাজে একসাথে যোগ দিতে চাইলে যোগ দিন এই গ্রুপেঃ মেয়েদের নিয়ে অনৈতিক পোস্ট দেয়া পেজ বন্ধ করতে একত্রিত হয়ে রিপোর্ট করুন
ইভেন্ট লিঙ্ক

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




