আমি বুঝি না আমাদের এই সাংসদরা আমাদের ভোটে
ইলেক্টেড হয়ে সংসদে আসে আমাদের পে করা ট্যাক্সে বেতন নেয়, বাড়ী নেয়, গাড়ী নেয়।
অথচ যে কাজের জন্য তাদের আমরা সিলেক্ট করলাম, সেই কাজ মানে সংসদে উপস্হিত হয়ে নিজের এলাকা রিপ্রেজেন্ট করার সময় তাদের থাকে না
তারা ওয়াকআউট করে কারণ ছাড়া, ঝগড়া করে ওয়াকআউট করার জন্য
তারপর বাইরে গিয়ে আমাদের দেয়া এসি গাড়ীতে চড়ে মাল খাইতে যায়।
আমরা তাগো বেতন দেই ক্যান তাহলে?
সরকারের চাকরি তো তারাও করে
তাদের অনুপস্হিতির কারণে বেতন কাটা যাবে না কেন?
লম্বা সময় সংসদে না আসার জন্য তাদের চাকরি কেন যাবে না
এত অনিয়ম করলে তো সরকারী চাকুরীও থাকে না
তাদের বেলায় সব মাপ
ক্ষমতায় থাকলেও, না থাকলেও
বাহ রে দেশ
বাহ রে দেশের মানুষ
বাহ রে গণতন্ত্র

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




