একদিন ভুল করে ভুল পথে, ভুল মানুষ ছুঁয়েছিল জীবন।
তারপর থেকে প্রতিদিনই ভুল পথে ভুল মানুষের সাথে জীবনের পরিচয় হয়।
ভুল মানুষের হাতে হাত রেখে জীবন ভুল পথে চলে।
একটি ভুল পথের শেষ হয় যেখানে, নতুন করে আরেকটি ভুল পথের শুরু হয় সেখানে।
আর এভাবেই বহুদিন ধরে জীবন ভুল পথে চলছে।
কখনো কখনো এই ভুল পথেই ক্লান্ত হয়ে বসে পড়ে জীবন।
বসে বসে ভাবে, জীবনটা যে এভাবে ভুল পথে, ভুল মানুষের সাথে কেটে যাবে,
জীবন কি তা জানতো?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




