
অপরাবাস্তবিক রণক্ষেত্রে তুমি-আমি যোদ্ধা
অস্তিত্বের এ লড়াইয়ে মোরাও যুদ্ধবোদ্ধা
পরস্পরের বিপক্ষে নই,আজকে বরং পক্ষে
ধর্ম বর্ণের উর্দ্ধে উঠে লড়ছি একই লক্ষ্যে।
এ যুদ্ধ নয় স্বার্থান্বেষী,এ যুদ্ধ নয় লোভের
এ যুদ্ধ নয় রক্তপিপাসু,এ যুদ্ধ নয় ক্ষোভের;
এ যুদ্ধ তোমার আমার মা'কে রক্ষা করার
তোমার আমার স্বর্গটিকে স্বপ্নসাজে গড়ার।।
স্বদেশ-পাপী বেনিয়া যত,দুঃশাসনের দোসর
মায়ের সন্তান সেজে যারা কাটে মায়েরই জঠর;
মিষ্টি কথার ফুলঝুড়িতে ভুলিয়ে তোমায়-আমায়
বারংবার আপন পাপ ঢেকে যায়, তোমার-আমার ক্ষমায়;
আজকে ওদের বিচার হবে,হবে ওদের সাজা
হোক না সে উজির-নাজির,হোক না কোন রাজা!
ওকি!একি? কাঁদছ কেন? পিছু হটছ যে!
ভাবছ তুমি শহীদ হলে,মায়ের বুক খালি হবে?
কেঁদে মা আকুল হবে?
চাঁদপানা ও হাসি তার, চিরতরে অমাবস্যায় মিলাবে?
বোকা!তুমি জান না কি?
শহীদের মা কাঁদতে শেখেনি;
বুক যে তার গর্বে ভরা,গগণচুম্বী মুকুট তার!
তার যে সোনা যুদ্ধে গেছে,ঘুচিয়েছে শোক হাজার মা'র!
নাকি ভাবছ?কেমনতর যুদ্ধ এ আজ?
জ্ঞাতির বুকে হানবে আঘাত,হেন তুমি তীরন্দাজ?
টলছো কি লক্ষ্য হতে?করছ কি ফের পক্ষপাত?
ভুললে কি?পাপী কারো স্বজন না হয়,খুনীর নেই যে কোন জাত!
নাকি ওদের অস্ত্রমুখে, গোলা-বারুদের বহর দেখে
ভয় ঢুকেছে তোমার মনে?
ভাই আমার!ভয় কিসে তোর?
মায়ের আশিষ সর্বাঙ্গে মেখে,
সত্যব্রতের বর্ম্য গায়ে, মাতব আজি মুক্তি-রণে;
চেতনার মুক্ত শানে,লাজ ঘোচাব মায়ের মোর।।
পিঠ ঠেকিয়ে দেয়ালে আজ লড়ব তুমি-আমি
আত্মত্যাগ মাগছে ফের মোদের মাতৃভূমি ।।
##চতুর্মাত্রিকে প্রকাশিত।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




