ঢাকা, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অভ্যন্তরীণ ব্যান্ডউইডথ মূল্য গড়ে ৬০ শতাংশ কমিয়েছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি)। দেশের মোবাইল ফোন অপারেটর, পিএসটিএন অপারেটর ও আইএসপিগুলোকে এই হ্রাসকৃত মূল্য হার অনুসরণ করে আগামী ১৩ নভেম্বরের মধ্যে গ্রাহক মূল্য নির্ধারণের নির্দেশ দেওয়া হয়েছে।
ইন্টারনেটের ব্যবহার দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে কর্তৃপক্ষ বলছেন।
অভ্যন্তরীণ ব্যান্ডউইডথের পুনর্নির্ধারিত এ মূল্যহার ১ ডিসেন্বর থেকে কার্যকর করা হবে।
সোমবার বিটিআরসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, 'ইন্টারনেটের ব্যবহার দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য পাঁচ মাসের ব্যবধানে স্থানীয় ব্যান্ডউইডথের ফি আবার কমানো হয়েছে। গ্রামীণ জীবনযাত্রার মান উন্নয়নে সবাই যেন সহজে এবং কম মূল্যে ইন্টারনেট ব্যবহার করতে পারে- সেজন্য বিটিআরসি ব্যান্ডউইডথের মূল্যহার গড়ে ৬০ শতাংশ কমিয়ে সংশ্লিষ্ট সার্ভিস প্রোভাইডারদের জন্য একটি পরিপত্র জারি করেছে।'
বিটিআরসি চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মনজুরুল আলম সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দারিদ্র্য বিমোচন ও উন্নয়নের লক্ষ্যে শহরের মতো গ্রামের ঘরে ঘরে ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়া প্রয়োজন। অভ্যন্তরীণ ব্যান্ডউইডথ চার্জ কমানোর ফলে দেশব্যাপী ইন্টারনেটের ব্যবহার ও ব্রডব্যান্ড ব্যবহার বৃদ্ধি পাবে।"
পুনর্নির্ধারিত কাঠামোতে ইন্টারনেট উৎস থেকে ৫০ কিলোমিটার দূরত্বে লাইন নেওয়ার জন্য প্রতি কিলোমিটারে অভ্যন্তরীণ ব্যান্ডউইডথ ফি হবে ২০০ থেকে ২৫০ টাকা; ৫১ থেকে ১০০ কিলোমিটার দীর্ঘ লাইনের জন্য প্রতি কিলোমিটারে ১৫৫ থেকে ২০০ টাকা; ১০১ থেকে ২০০ কিলোমিটারের জন্য প্রতি কিলোমিটারে ১২০ থেকে ১৬০ টাকা; ২০১ থেকে ৩০০ কিলোমিটারের জন্য প্রতি কিলোমিটারে ১০০ থেকে ১৩০ টাকা। এছাড়া ৩০১ কিলোমিটারের পরবর্তী প্রতি কিলোমিটারের জন্য ৭৫ থেকে ৯৫ টাকা হারে চার্জ দিতে হবে।
সূত্র----http://www.bdnews24.com/bangla/details.php?cid=2&id=38183

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




