১.
এইমাত্র পৃথিবীতে ল্যান্ড করলাম। এখনো আমাকে জামা দেয়া হয়নি
২.
এবার আমাকে একটা সাদা জামা পড়ানো হল
৩.
এরপর আমাকে মামনির কোলে দেয়া হল
৪.
তারপর আমরা দুজন একসাথে ঘুমিয়ে পড়লাম
৫.
এবার ঘুমটা একটু একটু ভাঙতে শুরু করেছে...
৬.
সবাইকে দেখতে ইচ্ছে করছে.....
৭.
এবার চোখ মেলে সবাইকে দেখতে থাকলাম
৮.
সবাইকে দেখে ক্লান্ত হয়ে আবার ঘুমিয়ে পড়লাম
৯.
কিছুদিন পর বাসায় ফিরে বাবার সাথে দুষ্টুমি শুরু করে দিলাম
১০.
ক্লান্ত হয়ে আবার ঘুম
১১.
ক'দিন পর শুয়ে শুয়ে ভাবছি আমার চুল গেলো কোথায়
১২.
আর কিছুদিন পর একটু চুল উঠতেই একটা ক্লিপ মাথায় দিয়ে নানা ভাইয়ার কোলে চড়ে বসলাম
১৩.
আস্তে আস্তে বড় হয়ে উঠছি আর সবাইকে চিনতে চাইছি
১৪.
দেখো কেমন করে তাকাচ্ছি...
১৫.
ক্ষিধে পেয়েছে; এখন খাবো
১৬.
তাড়াতাড়ি খেতে দাও, রাগ করছি কিন্তু..
১৭.
খাওয়া শেষ; এখন আমি খুশি
১৮.
অনেক খুশি
১৯.
অনেক বেশি খুশি
২০.
এবার শুরু হল দুষ্টুমি..
২১.
বেশি বেশি দুষ্টুমি
২২.
ক্লান্ত হয়ে আবার ঘুম; নানু আপুর কোলে
এগুলো আমার মনের কথা। মামনি তার নিজের ভাষায় অনুবাদ করে লিখে দিয়েছে। আমি এখনো কথা বলতে, পড়তে কিংবা লিখতে শিখিনি তো তাই। তবে আমার এই তিনমাস আট তিন বয়সে কিছু কিছু শব্দ বলতে শিখেছি। আর আম, লিচু আর আপেল খেতে শিখেছি। আমার জন্য তোমরা দোয়া কোরো যেন আমি আরো অনেক কিছু শিখে তোমাদের সাথে শেয়ার করতে পারি।
আপাতত এটাই আমার গল্প

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




