এইমাত্র ঘুম থেকে উঠলাম।
ফ্রেশ হতে যাচ্ছি...
ফ্রেশ হয়ে এসে সুন্দর একটা জামা পড়লাম..
সুন্দর জামা পড়ে সুন্দর একটা পোজ দিলাম..
মামনি, খেতে দেবে কখন?
তাড়াতাড়ি খেতে দাও, নইলে কিন্তু আমি আমার খেলনা জাহাজটাই খেয়ে ফেলবো
বলোতো, আমি কী খাচ্ছি?
পেট ভরেছে। এখন আমি খুশি!
অনেক বেশি খুশি!
এখন কি আমাকে আবার পড়তে বসতে হবে?
পড়তে হবেনা জেনে খুব খুশি হলাম
জানালা দিয়ে বাইরে তাকিয়ে খুব মজা পাচ্ছি।
বাবা, আমাকে একটু বাইরে নিয়ে যাবে?
সানগ্লাস পড়ে আমি রেডি। এখন বাইরে না নিয়ে গেলে খবর আছে কিন্তু!!!
হুমকিতে কাজ হয়েছে। দাদুভাই আমাকে সাইকেলে চড়িয়ে বেড়াতে নিয়ে যাচ্ছেন..
পথে দেখা হল ভাইয়ার সাথে।
আমার হাতে মেহেদী দেখে ভাইয়া বললো, বাহ! খুব সুন্দর হয়েছে তো!
এরপর নানুমনির সাথে দুপুরের খাবার খেলাম।
এবার আমরা বেড়াতে গেলাম।
বেড়াতে গিয়ে আমরা অনেক খুশি
খুশিতে আমি নেচে ফেললাম।
এবার কাওয়ালি উৎসবে একক পরিবেশনা..
বাসায় ফেরার কথা শুনতেই মুখ কালো করে ভেংচি কাটা..
ফিরতে তো হবেই, তাই হাসিমুখেই বিদায়।
সারাদিনের ব্যাস্ততায় আমার পুতুল বাবুটাকে নিয়ে খেলার সময় পাইনি। তাই বাসায় ফিরে ওকে নিয়েই ঘুমিয়ে পড়লাম।
....এটাই আমার ঈদের গল্প। আমার সাড়ে নয় মাস বয়সের অনেক মজার ঈদ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




