তোমার গালে ঠোঁট রেখেছে ক্লান্ত সারস-
পুকুর জুড়ে বিষণ্নতা;
মাছের লেজে অভিজ্ঞতার লুটোপুটি-
ক্লান্ত চোখে একটুখানি চেয়ে থাকার যোগ্যতা নেই, বুঝতে পারি।
জলের ভেতর ডুবতে গিয়ে পেচিয়ে গেছি তোমার গায়ে;
তুমিই কি সেই চন্দ্রবোড়া- খুঁজতে থাকি!
রক্তে আমার বিষ ঢেলে দাও কঠিনতর কোমলতায়
তোমার বিষে রক্ত ঢেলেই মন ফেরাবো আরাধনায়!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




