জলপরীদের ঝাঁকে জাল ফেলে অপেক্ষমাণ সমুদ্রচারী-
অশুভ গন্ধ ছড়ায় অবগাহনের পথে!
জলগাছে উড়ন্ত পাখি-প্রত্যাশী ডাল;
বিলোড়নে কেঁপে ওঠে মৎস্যমিছিল,
সমুদ্র কি শিখেছে সাঁতার?
যেভাবে জলজ অশোকের বন শুষে নিতে শেখে প্র্রাচীনতম দুপুরের সবটুকু রোদ
জলেরও কি জল আসে চোখে?
আহত মেঘের বুকে বন্দী অগুনিত পথের গন্তব্যকাহন...
সর্বশেষ এডিট : ১১ ই মার্চ, ২০১২ সকাল ৯:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




