ম্যাওবাত্তা! মানে বেড়ালছানা!
কিন্তু আমাদের ঘরে এই সময়ে বেড়ালছানা আসবে কোত্থেকে?
আমি অবাক হয়ে বললাম- কোথায় ম্যাওবাত্তা?
সে আঙুল তুলে মেঝের দিকে দেখালো। দেখলাম সেখানে সে পড়ে থাকা চা দিয়ে সত্যি সত্যি একটা ম্যওবাত্তা একে ফেলেছে! কি অপূর্ব শিল্পকর্ম! আমি পাখিটার কলাপনাশক্তি দেখে অবাক হয়ে গেলাম!
বকা দেবার বদলে আদর করে চুমু খেয়ে ফেল্লাম। আদর পেয়ে আমার পাখিটা ম্যাওবাত্তার মত আহ্লাদী হয়ে উঠলো!
এই আমার ময়না পাখি
আর এই হল তার ম্যাওবাত্তা

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




