রাজধানীর দক্ষিণ মাণ্ডার একটি ফ্ল্যাটে লাগেজ থেকে হাত-পা বাঁধা তরুণীর (৩০) লাশ উদ্ধার করা হয়েছে। শ্বাসরোধ করে হত্যা করা হলেও লাশের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
সবুজবাগ থানাধীন দক্ষিণ মাণ্ডার দানবের গলির ১৪৬ নং বাড়ির দোতলার ফ্ল্যাটটি ২ মাস আগে স্বামী-স্ত্রী পরিচয়ে শিরিন বেগম ও আতিয়ার রহমান ভাড়া নেয়। আতিয়ার নিজেকে ব্যবসায়ী বলে জানায়। গত শুক্রবারও তাদের বাইরে যেতে দেখেছেন সোবহান। বাড়ির মালিক সোবহান গতকাল দুপুরে পুলিশকে জানান যে দোতলার ফ্ল্যাটটি বন্ধ। তবে ভেতর থেকে দরজার নিচ দিয়ে রক্ত বেরিয়ে আসছে। পুলিশ ফ্ল্যাটের দরজা ভেঙে দেখতে পায় একটি ব্যাগ পড়ে আছে। ব্যাগ খুলে বস্তাবন্দি হাত-পা বাঁধা যুবতীর লাশ পাওয়া যায়।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। নিহত শিরিনের স্বামী পরিচয়দানকারী আতিয়ার রহমানকে পুলিশ খুঁজছে। তাদের পরিচয় জানার চেষ্টা চলছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
যৌন নির্যাতনের শিকার ৩ কিশোরী উদ্ধার :
রাজধানীর ইন্দিরা রোডের ফ্ল্যাটে যৌন নির্যাতনের শিকার ৩ কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। ওই বাসা থেকে মহিলাসহ ৩ জন নারী ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গত শুক্রবার রাতে গ্রেফতারকৃত আবুল হোসেন (৪৫), নার্গিস (২৮) ও সেলিম মণ্ডল (৪৫) জানিয়েছে, রাজধানীতে তাদের একটি সংঘবদ্ধ চক্র রয়েছে। চক্রের মাধ্যমে বিভিন্নভাবে কিশোরী মেয়েদের ফুসলিয়ে নিয়ে ফ্ল্যাটে আটকে রেখে যৌন ব্যবসা করা হয়।
কিশোরী তানিয়া (১৬) গ্রামের বাড়ি থেকে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বেড়াতে আসে। তাকে ভালো চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে আবুল হোসেন ৪৩/ই/৬, ইন্দিরা রোডের বাসায় নিয়ে যায়। সেখানে তাকে আটকে রেখে যৌনকর্মে লিপ্ত হওয়ার চেষ্টা করে। এতে রাজি না হওয়ায় তানিয়ার চুল কেটে দেয়া হয় এবং বেদম মারধর করা হয়।
তথ্যসূত্রঃ প্রথমআলো তথ্য সূত্রঃ আমারদেশ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




