ম্যাঙ্গালোরে গত শনিবার বিমান দুর্ঘটনায় যে আটজন বেঁচে গেছেন, তাঁদের মধ্যে এক সৌভাগ্যবান বাংলাদেশি নারী শিক্ষানবিশ (ইন্টার্ন)চিকিৎসক। তাঁর নাম সাবরিনা নাসরীন হক (২৩)। তিনি বর্তমানে ম্যাঙ্গালোরের এ জি সেট্টি হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর বাবা মাহবুবুল হক সংযুক্ত আরব আমিরাতের আল আইন শহরের চিকিৎসক।
মাহবুবুল হক বলেন, তাঁর মেয়ে সাবরিনা শিক্ষানবিশকালের শেষ তিন মাস ম্যাঙ্গালোরের কাস্তুরভা মেডিকেল কলেজে পূর্ণ করার জন্য দুবাই থেকে ম্যাঙ্গালোরে যাচ্ছিলেন।
সাবরিনার সহপাঠী চিকিৎসক ভরত তাঁর বেঁচে যাওয়ার খবর সাবরিনার বাবাকে জানান। সাবরিনা তাঁর সহপাঠীর নাম্বারটি উপস্থিত চিকিৎসকদের দেন। সাবরিনার মাও একজন চিকিৎসক। তিনি মেয়েকে দেখতে ম্যাঙ্গালোরের উদ্দেশে রওনা হয়েছেন।
ভরত বলেছেন, সাবরিনা সচেতন আছেন, তবে তাঁর বাঁ পায়ের হাড় ভেঙে গেছে।
প্রসঙ্গত, দুবাই থেকে ম্যাঙ্গালোর যাওয়ার সময় এয়ার ইন্ডিয়া বোয়িং বিমানটিতে মোট ১৬৬ যাত্রী ও ক্রু ছিলেন। ম্যাঙ্গালোর বিমানবন্দরে নামার সময় এই দুর্ঘটনা ঘটে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




