রাজধানীর গুলশান থানা এলাকার একটি আবাসিক হোটেলে এক তরুণীর রহস্যজনক মৃত্যু হয়েছে।
হোটেলের নথি অনুযায়ী তরুণীর নাম সীমা (২৬) বলে জানিয়েছে পুলিশ।
গুলশান থানার উপপরিদর্শক ফয়জুল আজিম বনানী লডস্ ইন নামের এই আবাসিক হোটেলের কয়েকজন কর্মচারি সোমবার ভোর ৬টার দিকে অসুস্থতার কথা বলে ওই তরুণীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
কর্তব্যরত চিকিৎসক তাকে দেখার পর মৃত বলে জানায়।
গুলশান জোনের পুলিশের সহকারী কমিশনার নূরুল আলম জানান, রোববার রাতে সীমা এবং রফিক মিয়া নামক এক ব্যক্তি নিজেদের স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে হোটেলের ৩০৫ নম্বর কক্ষে ওঠে। ভোরে সেহরি খাওয়ার কথা বলে রফিক মিয়া বের হয়ে যায়।
হোটেল কর্মচারি নান্টু মিয়া জানান, সেহরি খাওয়ার জন্য তখন হোটেলের সব কর্মচারি ঘুম থেকে ওঠে। এ সময় ৩০৫ নম্বর কক্ষ থেকে শব্দ পেয়ে তাদের কয়েকজন এগিয়ে গিয়ে দেখে কক্ষে থাকা তরুণী তার অসুস্থতার কথা বলছে।
নান্টু মিয়া আরো জানান, তার স্বামী পরিচয়দানকারি রফিক মিয়াকে এসময় হোটেলের কোথাও খুঁজে না পেয়ে হোটেলের দুই কর্মচারি তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
উপপরিদর্শক ফয়জুল আজিম জানান, মো. শহিদ এবং আবু তাহের ইউনুস নামের দুইজন ওই তরুণীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তাদের আটক করা হয়েছে।
হোটেলের নথি থেকে জানা গেছে, সীমার বাবার নাম জয়নাল আবেদিন। বাড়ি নরসিংদীর মীরপুরে। কিন্তু মৃত্যুর সনদপত্রে তাকে অজ্ঞাত হিসাবে উল্লেখ করা হয়েছে।
ফয়জুল আজিম বলেন, "পুরো বিষয়টি রহস্যজনক। হোটেলের নথিতে পাওয়া ঠিকানা যাচাই বাছাই করা হচ্ছে। একই সঙ্গে স্বামী পরিচয়দানকারি রফিক মিয়াকেও খুঁজে বের করার চেষ্টা চলছে।"

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




