চোখের ডিম্ব খুঁড়ে পেয়েছি কেবল ভেদসামগ্রী
আমি তো কিছু জানি নি, না জানলে জাতিস্মর
শূন্যপুরাণ!
খাকি স্তনের দেয়াল চুষে মানুষ হই যদি, কবি
বলতে জানি না কোন আত্মবিধ্বংসী; ত্রিকাল
চুষতে দাও।
থির পড়ে থাকি শয্যাভূমে, ছায়া ছাড়া পাই নি
থাক থাক সিথানে কিছু জোছনার কংকর আর
শিঙাবীজ।
আমাকে মহাকালের চুষিকাঠি দাও নিরাকার
তোমাকে আর-ও প্রবর করে তুলব নিরাভরণ
জলসন্তরণে!
সর্বশেষ এডিট : ০৮ ই জুন, ২০০৯ ভোর ৬:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




