হিলিয়ামের নৃত্য সরিয়ে দু'হাতে
আর-ও একটি নক্ষত্রের আত্মহত্যাবিষয়ক
প্রতিশ্রুতপত্র পাঠ করা যাক,
দেয়ালে কিশোরী বকুলের শরীরচিহ্ন
হুনরিগণ গণনায় পারদর্শী সে বিষয়ে
বিশেষ কোন ইশতিয়ার জানি না-
ছায়াপথের হুড়কোসহ কপাট বিবস্ত্র
তাতে মৌলিক রঙ ও ঈশ্বরের ভেদ
হিলিয়ামের নৃত্য সরিয়ে দু'হাতে
অন্য যে কোন সময়ে জামাতকে নিয়ে মানুষ যতটা চিন্তিত ছিলো, বর্তমানে তার থেকে অনেক বেশী চিন্তিত বলেই মনে করি।




