সবাই যেন খুব ভাল বন্ধু......
আমার মেয়ে ফেরেন্ডরাও ভাল, কিন্তু একজন বাদে, সুমাইয়া..... সবসময় আমার উপর হিংসা করে, কোন ছেলে আমার সাথে কথা বললে যেন রাগে লাল হয়ে যায়....
একটা ছোট ঘটণা বলে......
আমার কাসে একটা ছেলে আছে, ছেলেটা অমেরিতা থেকে পড়ে এখানে পড়তে এসেছে, এমনি বাংলাদেশী ও মুসলিম.... ছেলেটি খুব ভদ্র, সুন্দর।
17 তারিখে আমার পরীা শেষ হল, ারেপর থেকে বন্ধ। আমি স্কুলে বেশী ুণ থাকতে পছন্দ করি না...
পা্রয় 5/7 মিনিক পর আমার গাড়ি আসলো আমাকে নিতে আসলো আমি সবাইকে বাই বলে চলে যাচ্ছিলাম, এমন সময় হঠাৎ সুযান (নাম) আমাকে বলে 'Have a good time, enjoy your holiday, take care. Bye' ' আমি তো অবাক । কারণ ও মেয়েদের সাথে কথা তেমন বলে না, কাজ ছাড়া তারপর আমি ওকে ওল ডা বেস্ট , বায় বলে চলে আসলাম।
বাসায় প্রায় 10 মিনিট পর বাসায়, তারপর পা্রয় 20 মিনিট পর দেখি মোবাইলে ফোন বাজছে, সুমাইয়া। হেলো না বলতেই বলে "সুযান তোকে আজ বাই বললো কোন?'
আমিঃ আমি কি করে বলবো...? আমি রাখি, বাই।
ও এক সময় আমার ভাল ফেরেন্ড ছিল, কিন্তুএতো হিংসা কেন, আমি তো কোন কিছু করি নাই ওর সাথে.........
কোন এতো হিংসা...?
আমার খুব খারাপ লাগে যখন আমার ফেরেন্ডারা আমার এপর হিংসা করে.....

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


