ফাকিস্তানের ফরেন মিনিষ্টারকে নিয়ে আগেই সন্দেহ করেছিলাম, পাক-ভারতের মধ্যে নতুন যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। গত বছর ভারত সফরকালে তার উদ্দেশ্যে অনুরোধ করেছিলাম, এই ফরেন মিনিষ্টারি বাদ দিয়ে বলিউডে স্থায়িভাবে জায়গা করে নিন। উনি আমার কথা রাখলেন না, উনি রাখলেন ভুট্টো সাহেবের কথা। উনি ভুট্টো সাহেবের প্রেমে দিওয়ানা হয়ে গেলেন। মুহুর্তের মধ্যেই খবর চাউর হয়ে গেল প্রিন্ট মিডিয়া, অনলাইন মিডিয়া এবং টিভি নিউজে। এ বিষয়ে এখন পর্যন্ত প্রেসিডেন্ট জারদারি, ফাকিস্তান সরকার, উনার স্বামী ফিরোজ গুলজার বা উনার পরিবার সম্পূর্ণভাবে নিষ্চুপ ভূমিকা পালন করে যাচ্ছে। এমনকি ভারতের রাজপুত্র রাহুল গান্ধীও (যিনি হিনা ইস্যুতে পাক-ভারত যুদ্ধ বাধাঁবেন আশা করেছিলাম) মুখে কুলুপ এটে বসে আছেন।
স্বপ্নে যাহা ভাবিতাম তাহা হইলো না কিছুই
আর তাহাই হইলো যাহা স্বপ্নেও ভাবি নাই
তারপরও আমি আশাবাদী বিলাওয়াল ভূট্টো এবং রাহুল গান্ধী - হিনা রব্বানিকে নিয়ে পাক-ভারত যুদ্ধ শুরু করে দিবে।
এই গ্লামারগার্ল ফরেন মিনিষ্টারের গ্লামারের আগুনে ভ্স্ম হয়ে শায়েরী লিখে ফেলেছিলাম:
পাক জমিনকে ফরেন মিনিষ্টার
বরবাদ না কিজিয়ে আপনা ক্যারিয়ার
ওয়াক্ত হ্যায় আভভি বলিউডমে
ইন্তেজারমে হ্যায় লাখো কদরদার।
হাজারোকা হ্যায় ইয়ে জুল্ফে
লাখোকা হ্যায় ইয়ে মনিহার
ক্রোরোকা হ্যায় ইয়ে আঁখে
আনমোল হ্যায় ইয়ে মুসকান।
ক্যায়সে করু আপকি তারিফ
বরকার রাহে আপকি শান
কাশ্মির ক্যায়া চিজ হ্যায়
লুটাদু সারা হিন্দুস্থান।
করলুঙ্গা ম্যায় খুদখুশি
শির্ফ আপকি ক্যাহেনেসে
বাচ কাফান কি ওয়াস্তে
দুপাট্টা ভেজ দিজিয়ে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



