আমার জানা মতে বাংলাদেশে ৬টি মোবাইল আপরেটর রয়েছে যেমন: গ্রামীন ফোন, রবি (একটেল), সিটিসেল, এয়ারটেল (ওয়ারিদ), বাংলালিঙ্ক (সেবা), টেলিটক। এর মধ্যে টেলিটক ও সিটিসেল (সম্ভবত সিটিসেলের কিছু শেয়ার বিক্রি হয়েছে) ছাড়া সকল অপারেটরের অংশ বিশেষ শেয়ার বাংলাদেশের নাগরিকদের মধ্যে রয়েছে। শেয়ারের পরিসংখ্যানে গেলাম না, শুধু এটুকু বলতে চাই এসব অপারেটর গুলো (টেলিটক ছাড়া) প্রতি বৎসর বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা আয় করছে যার সামান্যতম অংশ বাংলাদেশে থাকছে। যদি আমরা দেশীয় ফোনের সমর্থনের মাধ্যমে এগিয়ে নিতে পারি তাহলে আমার দেশের সরকারও লাভবান হবে আমরাও লাভবান হবো সবচেয়ে বেশী। এছাড়া প্রয়োজনে আমরা দেশীয় অপারেটরদের সুবিধা বৃদ্ধির জন্য চাপ দিতে পারি।
আমরা যদি আমাদের মধ্যে দেশপ্রেমটি জাগাতে না পারি তাহলে উন্মুক্ত বাজারে অদূর ভবিষ্যতে আমরা ভিষণভাবে মার খাবো। উদাহরণ হিসেবে বলা যায় যেহেতু আমি সংযুক্ত আরব আমিরাতে আছি ২ বছর ধরে। এখানে দুটি অপারেটর। একটি ইতিসালাত অন্যটি ডু। উল্লেখ্য এখানে ইতিসালাত প্রথম ও পুরাতন অপারেটর। এখানে সবাই ল্যান্ডফোন ও মোবাইল ফোনের জন্য ইতিসালাতই ব্যবহার করেন। তবে বিগত দু'বছরের বেশী সময় ধরে অধিকাংশ প্রবাসীরাই ডু ব্যবহার করছেন পালস সুবিধা ও নবায়ন ফি কম হওয়ার কারণে। সংযুক্ত আরব আমিরাতে ইতিসালাত বিশাল অর্থভান্ডারে মালিক একচ্ছত্র আধিপত্যের কারণে। তবে উল্লেখ্য ইতিসালাত আন্তর্জাতিক সকল সুবিধাই সংযুক্ত রেখেছে যা প্রতিটি ব্যবহারকারি জ্ঞাত। এখানে ইন্টারনেট সুবিধা সহ অন্য সকল সুবিধা গ্রহণ ও ব্যবহার পদ্ধতি সহজতর, আধুনিক ও নিরবচ্ছিন্ন। যা আমাকে সত্যিই আকৃষ্ট করছে।
আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশগুলোকে উন্নতীর শিখরে পৌছানোর জন্য দেশীয় দ্রব্যের প্রাচুর্যতা ও সহজরভ্যতা নিশ্চিত করা জরুরী। এজন্য প্রথমে আমাদেরই সবচেয়ে সচেতন হতে হবে। কেননা আমরা যারা আজ অনলাই ব্লগ সাইট, ম্যাগাজিন ও পত্রিকায় লিখছি তারা যদি এ ব্যাপারে জোর দেন তাহলে বিষয়টি নিশ্চিত হয়। এভাবে হয়তো আমরা একদিন প্রতিক্ষেত্রে একঝাক দেশপ্রেমী জনগণ আশা করতে পারি। তাছাড়া বিদেশে বাংলাদেশী দ্রব্যে অবাধ প্রাপ্যতা নিশ্চিতের প্রয়োজনীয়তার প্রতি গুরুত্ব আরোপের জন্য ব্লগ রাইটারদের স্বদয় বিনিত অনুরোধ জানাচ্ছি। যাতে সকল ব্লগ রাইটারেরা দেশী পণ্যের বাজার দেশে ও বিদেশে অবাধ প্রাপ্যতা নিশ্চিত করার জন্য লিখে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির এই মহতী আন্দোলনে শরিক হয় সে আহব্বান জানাচ্ছি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




