আমি অনেকদিন (না, অনেকদিন বললে ভুল হবে। বেশ কিছুদিন ) ধরে বাংলায় একটা স্বাস্থ্য বিষয়ক ওয়েবসাইট তৈরি করতে আমার এক ডাক্তার বন্ধুকে সাহায্য করছি। এখন পর্যন্ত ওই ওয়েবসাইটের সকল লেখা অভ্র সফটওয়্যার ব্যবহার করে লেখা হয়েছে। অভ্র বাংলা লেখার জন্য একটি ভাল টুল।
গত কিছুদিন ধরে ফেসবুক এবং আরো কিছু আলোচনা বিষয়ক সাইটে বাংলা লেখার সফটয়্যার নিয়ে বেশ নরম-গরম, বন্ধুত্বপূর্ণ - শত্রুভাবাপণ্ণ, একমত - ভিন্নমত এরকম আলোচনা-সমালোচনা খেয়াল করলাম। দেখলাম, আলোচনার একটা অংশ জুড়ে আছে অভ্র এবং শাব্দিক।
শাব্দিকের কথা আমি আগেও শুনেছি, কিন্তু ব্যবহার করিনি - কারণ, অভ্র ব্যবহার করে আমার প্রয়োজন মিটে যাচ্ছিল। যদিও বানান ভুল হলে অভ্র কোন সাহায্য করত না। ( আমি জানি না অভ্রতে এ ধরনের কোন ফিচার আছে কি না, থাকলে দয়া করে আমাকে কেউ জানালে খুশি হব )।
আমি আজকের এই লেখাটি শাব্দিক দিয়ে লিখছি এবং মনে হচ্ছে আরো আগে কেন আমি এই অসাধারণ, বুদ্ধিমান্ (হ্যাঁ, ঠিকই পড়েছেন - বুদ্ধিমান্) সফটওয়্যারটি ব্যবহার করিনি ! অনেক কম কী-প্রেস করে, কোন বানান ভুল না করে আমাদের স্বাস্থ্য সংক্রান্ত ওয়েবসাইট টি করতে পারতাম।
শাব্দিক টিমের উচিত এই উন্নত মানের সফটওয়্যারটির কথা সবাইকে জানানো।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




