একটু ঘুম ঘুমভাব নিয়ে অফিস যাওয়ার সময় অনেকে অনেক ভুল করে ফেলে; হয়ত এমনটিই হলো আমার বাসসহযাত্রীর ক্ষেত্রে। অফিসে যাব, পিপুল্স তুরাগ বাসে উঠে বনারে বসেই দেখি বিপরীতে বসা ভদ্রলোকের পেন্টের চেইন খুলা

আরচোখে দেখছে পার্শ্বের সহযাত্রী। কিন্তু বিপত্তিহলো সামনের ভদ্রলোক বেশি নড়াচড়ার কারণে বস্তার মুখ আরও বেশি করে খুলতে শুরু করছে। বলতেও পারছিনা ডান পার্শ্বে মহিলা সিট এবং আমার ডানদিকেও মহিলা বসে আছে!!!
আমি উনাকে ওমন লজ্জার হাত থেকে বাচাঁতে একটু কৌশল খুজচ্চি....
একটা চিরকুট লেখে দিলাম তার হাতে "ভাই আপনার পেন্টের চেইন খুলা"

। এবং (বল্লাম তারাতারি করেন ভাই)।
উনি জসিমউদ্দিন রোডে নেমেই এক মহিলাকে দেখালেন আমার চিরকুটে কি লেখা আছে। মহিলা পড়ে

কি করবে বুঝে উঠে না পেয়ে বলল ভাই (বাসের জন্য দাড়িঁয়ে আছে অনেক লোক) উনাকে দেখান। তো তিনি নিয়েও গেলন চিরকুট দেখানোর জন্য সাথেসাথেই (পাঠক) বলে উঠল আরে ভাই আপনারতো জানালা খুলা, শুনেই সবলোক তার (পেন্টের দিকে) তাকিয়ে হেসে উঠল। ইতোমধ্যে আমার বাস টানদিয়ে চলে গেল পরের ব্যপারটা আর দেখতে পেলাম না.....
সর্বশেষ এডিট : ১৮ ই আগস্ট, ২০১০ রাত ১২:৫৭