অভ্রর নতুন ৫.১.০.০ ভার্সন বাজারে ছেড়েছে। পোর্টেবল এডিশনও আছে এখানেই ।
সেটআপ দেওয়ার সময় ডিফল্ট হিসেবে বিজয় নাও আসতে পারে;
কোন অসুবিধা নাই আপনি চাইলে বিজয় লেআউট সেটআপ করতে পারবেন সহজেই।
বিজয় লেআউট ডাউন করার জন্য download -এ ক্লিক করুণ
এই এপ্লিকেশনটি ৯৯.৯৯% কাজ করে মানে
যারা বিজয় থেকে অভ্রে এসেছেন বা আসতে চাচ্ছেন তাদের ইউনিবিজয়ে লিখতে সামান্য সমস্যা হতে পারে। সে সমস্যা দুর করার জন্য এ ৯৯.৯৯% বিজয় লেআউট। এখানে ৯৯.৯৯% বলা হচ্ছে কারন এখানে মাত্র দুটি কী পরিবর্তন করা হয়েছে। যে কী গুলো সচরাচর ব্যবহার করা হয় না। এগুলো হল বিজয়ে “^” কী তে ছিল যুক্তাক্ষরের ব এবং ` ও ~ এর স্থলে ছিল যথাক্রমে ‘ ও “। এগুলোর যায়গাতে এ লেআউটে দেয়া হয়েছে “^” কীতে “ঃ” এবং ` ও ~ এর স্থলে যথাক্রমে ৰ ও ৱ। যুক্তাক্ষরের ব “্” দিয়ে তৈরি করা যায় এবং ‘ ও “ কী বোর্ডে দেয়া আছে।
ডাউনলোডে ক্লি করার পর লেআউটটি ডাউনলোডে জন্য [I agree]- তে ক্লিক করতে হবে তার পরই Bijoy.avrolayout ফাইলটি ডাউনলোড হতে থাকবে। ডাউনলোড শেষে ফাইটি আপনার অভ্রর লেআউট ফোল্ডারে
WindowsXP হলে
C:Documents and SettingsAll UsersApplication DataAvro KeyboardKeyboard Layouts
Windows 7 হলে
C:ProgramDataAvro KeyboardKeyboard Layouts
পেস্ট করে রিষ্ট্রট করতে হবে।
সর্বশেষ এডিট : ০৪ ঠা জানুয়ারি, ২০১১ সকাল ৯:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




