কবিতার ঠোঁটে ঠোঁট রেখে দেখো
কবিতা নগ্ন হতে পারে
শরীরের স্পর্শতায় মগ্ন হতে পারে
রাতের সহজাত রঙ
নিয়ে যেতে পারে সিঁদুরের মেলায়
কবি তোমাকে স্পর্শ করতে পারে না
কবিতা পারে
কবি পারে না ভেঙ্গে দিতে গোপন পাখির নীড়
কবিতা পারে
ডোবার জলে তুখোড় সমুদ্রমুখ
কবিতার শেকড় চুষে খায় দেহ।
ডোবার জলে তুখোড় সমুদ্রমুখ
কবিতার শেকড় চুষে খায় দেহ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




