আমার সিলেট অঞ্চলের মানুষের দুইটা আচরণ আমার কাছে অবাক লাগে এবং আমি যারপরনাই লজ্জিতও বটে। সেই বিশেষ দুই আচরণের মাঝে প্রথমেই আসে, জাতিভেদ প্রথার ন্যায় তারা লোয়ার ক্লাসের ছোট-বড়, মুরুব্বি সবাইকেই তুমি বলে সম্বোধন করে। আর যাদের প্রভাব প্রতিপত্তি, টাকা-পয়সা আছে অথবা উঁচু শ্রেণীর শিক্ষিত লোক তাদের আপনি ডাকে। অন্যান্য অঞ্চলে যে এরকম ঘটেনা তা কিন্তু নয়। তবে আমার সিলেট নগরীর আনাচে-কানাচে এই প্রভাবটা খুব বেশি। অনেক জ্ঞানী বা শিক্ষিত ভাবওয়ালাদেরও দেখেছি যারা মুরুব্বিদেরও তুই বলতে দ্বিধাবোধ করেনা। সমাধান একটাই, ইংরেজি "ইউ" শব্দটাকে এগুলোর রিপ্লেসমেন্ট হিসেবে বসানো যেতে পারে(!)
আরেকটা ব্যাপার হচ্ছে, এক্সেসিভ ভাবে যৌতুক প্রথার প্রচলন। সোজা বাংলায় একটা ফকিন্নির ছেলের বা মেয়ের বিয়েও যৌতুক ছাড়া হয়না। হিন্দু ধর্মে যৌতুকের প্রচলন আছে সেটা সবাই জানে(!) আর ইসলাম ধর্মের সংবিধানে যৌতুকপ্রথার স্থান নেই। উল্টো দেনমোহর দিতে হয়। কিন্তু, আমার সিলেট নগরীর হিন্দু-মুসলমান সকলের বিয়েতেই মোটামুটি ট্রাকভর্তি যৌতুক ছেলের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।
সারাদেশের সকল মিডিয়া, সরকার সবাই যখন যৌতুক প্রথার বিরুদ্ধে লম্বা লম্বা বিজ্ঞাপণ বা বুলি ছাড়ছে তখনও আমার প্রাণের নগরীর সকল বিবাহ অনুষ্ঠানে যৌতুকের কু প্রচলন চলছেই। এমনকি সিলেটের বড়-বড় কমিউনিটি সেন্টারগুলোর বিয়ের অনুষ্ঠানের সামনেই ট্রাকভর্তি সোফা, খাট পালং বা ফ্রীজের উপস্থিতি দেখা যায়। আমি বলতে চাইনা যে দেশের অন্যসব এলাকায় এগুলা কম হয়। তবে অন্যদের তুলনায় আমাদের সিলেট অঞ্চলে এটা খুব বেশি পরিমাণে হয়।
মসজিদ বা ওয়াজ মাহফিলে বা মন্দিরগুলোতে বা শিক্ষাপ্রতিষ্ঠানে অনেক বিষয়ের উপরেই আলোচনা করা হয়। কিন্তু, কোথাও এই বিষয়গুলার সমাধান নিয়ে আলোচনা হয়না। খুঁজলে দেখা যায় যারা আলোচনা করবে তারা নিজেরাই এইসব ঘটনার সাথে জড়িত। অনেক হুজুরের বিয়েতেও দেখেছি যৌতুকসহই বিয়ে সম্পন্ন হচ্ছে যেখানে হুজুরের উচিত ছিল যৌতুকের বিরুদ্ধে কথা বলার।
সিলেটের আশেপাশের অঞ্চলগুলো খুঁজলে দেখা যাবে অসংখ্য পরিবারে অসংখ্য ৩০-৩৫ উর্ধ ছেলে/মেয়ে রয়েছে যারা শুধুমাত্র যৌতুকের অভাবে বিয়ে করছেনা অথবা বোনের বিয়েতে যৌতুক দিয়ে নিজে নিঃস্ব হয়ে গেছে।
এভাবে আর কত চলবে? আজ আমি হয়তো আমার অঞ্চলের কথা বললাম। কাল হয়তো আপনি আপনার অঞ্চলের কথা বলবেন যেখানে প্রায় একই রকম সামাজিক সমস্যা বিরাজমান। তবে মজার বিষয় হচ্ছে সমাজের লোকেরা এটাকে সমস্যাই মনে করেনা(!)
পরিবর্তন হওয়াটা জরুরী নয় কি?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



