যারা আমার মত প্লেবয় টাইপের পোলা না তাদের কিছু সমস্যা থাকে। যেমন লুইচ্চামি করতে না পারা, মেয়েদের সাথে ১৮ প্লাস জোক্স শেয়ার করতে না পারা সহ আরো কিছু সমস্যা থাকে। হ্যা একটা মেয়েও তো মানুষ। যে তার যত কাছে মিশতে পারবে সে তার ততই ক্লোজ হবে এটাই তো স্বাভাবিক তাই না? একটা মেয়ে যদি সারাক্ষণ আপনার পিছে লেগে থাকে আপনার লগে ফাইজলামি করে আপনার কি খুব খারাপ লাগবে? তার উপ্রে যদি সুন্দর হয় তাইলে তো কথাই নাই। ঠিক একই ভাবে লুল পোলাদের কারনে মাঝ মাঝে আমদের সারভাইভ করা কঠিন হয়ে যায়।
কিন্তু আমি মনে করে মেয়েদের সাথে ছেলেদের এইখানে কিছুটা পার্থক্য আছে। মেয়েরা একটা সময় পর্যন্ত এইসব ফাউল পোলাদের টাইম দেয় বাঁ টাইম পাস (টাইম পাসের ব্যাপারটা আমি কয়েকজনের কাছ থেকে জেনেছি এবং বুঝেছি যে টাইম পাস নামেরও একটা জিনিস আছে। ছেলেরা মেয়েদের সাথে আর মেয়েরা ছেলেদের সাথে টাইম পাস করেই) করে, কিন্তু চূড়ান্ত কিছু করার আগে এইসব ফাউল পোলাদের কথা তারা মাথায় আনে না। ভদ্র, স্ট্যাবলিসড ছেলেরাই অগ্রাধিকার পায়। ঠিক নাকি না?
লুল পোলা মানেই গুড লুকিং আর ভদ্র মানেই দেখতে খারাপ এই ধারনা থাকলে কিন্তু চলবে না। গুড লুকিং ভাবটা থাকতেই হবে।
এখন আপনারাই ভাবেন যে ২টা পোলা আছে, একটা লুইচ্চা আরেকটা ভদ্র। দুইটাই দেখতে ভালো। উলটা যে ছেলেটা লুইচ্চামি করতো সে জিবনের রেসে ভদ্র ছেলেটার থেকে একটু না অনেকখানিই পিছিয়ে পড়েছে। টাকা পয়সা একটা সত্য মেয়ের জন্য তো অবশ্যই। মেয়ের জন্য না হলেও তার ফ্যামিলির জন্য খুবই ইমপরট্যান্ট ব্যাপার। কেউ তার মেয়েকে একটা আবা* এর কাছে তুলে দিবে না। তাই না?
আর মেয়েরা তো আছেই যে সব কিছুর সাথে টাকা থাকলে তো তাদের আবার না নাই
এটা মেয়েদের দোষ দেই না, তারা এটা আশা করতেই পারে
কারো সাথে রিলেশনে যাওয়ার আগে চিন্তা করা উচিত যে আমি কি লুলদের মত ৩ মাসের একটা খ্যাপ দিমু নাকি পারমানেন্ট করুম। খ্যাপ মারা মেন্টালিটির মানুষ শান্তি তে থাকে না।
রিলেশনের ব্যাপারে আপনাদের মতামত চাচ্ছি, কি করা উচিত না বা কি কি করা ঠিক হবে এই টাইপের! ব্রেকাপের কারনগুলা জানতে চাই!
উপরের কথাগুলোর সাথে কি আপনারা একমত? নাকি না? আপনাদের কমেন্ট চাচ্ছি। আসেন আড্ডা দেই
সর্বশেষ এডিট : ১৭ ই মার্চ, ২০১৩ রাত ১১:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




