পুরান প্রেমিকার সাথে দেখা হইলে এত বিব্রত হওয়ার কি আছে?
প্রেমিকার সাথে কি অনৈতিক কিছু করার অধিকার মানুষের আছে? বাঁ মানুষ কি অনৈতিক কিছু করে?
আর প্রথম আলোর কি করলো কামডা? একটা ছেলে বউ কে নিয়ে বিয়ে খাইতে গিয়ে পুরান প্রেমিকার সাথে দেখা হয়ে যায়। তারপরে পোলাটা তার প্রেমিকাকে আগের সহপাঠি বলে পরিচয় করায় দেয়।
তারপরে কিসব হাবিজাবি লিখসে
কিন্তু একটা ছেলে যদি তার বঊয়ের সাথে বিয়াতে গিয়ে তার বঊয়ের আগের প্রেমিকের সাথে দেখা হয়ে যায় তাহলে কি করতে হবে সেটা লেখে নাই!
প্রথম আলো যেটা লিখেছে সেটা মেয়েরা মেনে নিতে পারবে, কিছু ছেলেরাও পারবে। কিন্তু চিন্তা করেন আপনার বউরে নিয়ে এক যায়গায় গেসেন সেইখানে তার আগের প্রেমিক (প্রেমিক আর বয়ফ্রেন্ড কি একই জিনিস?) এর সাথে আপনার দেখা হইলো! পরে আপনার বউ আপনারে প্রথম আলোর ডোজ দিলো। আমি সিওর আপনার সেই ডোজে কাজ হবে না।
আপনার কি মনে হয় কাজ হবে? প্রেমিকার সাথে কি অনৈতিক কিছু করার অধিকার মানুষের আছে? বাঁ মানুষ কি অনৈতিক কিছু করে? করে?
আপনাদের মতামত চাই! কমেন্ট না দিয়ে যাবেন না। আর অফটপিক কমেন্ট দিবেন না
সর্বশেষ এডিট : ০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




