"প্রথম আলো" বিশাল একটা গেম খেলার চেষ্টা করেছে। যতই দুঃখ প্রকাশ করুক আমার মনে হচ্ছে এটা বিশাল পরিকল্পনার ক্ষুদ্র বহিরপ্রকাশ মাত্র।
"প্রথম আলো" just মানুষের পতিক্রিয়াটা দেখল, শাহবাগ বিরোধী অবস্থানে গেলে কাটতি বাড়ে না কমে সেটা পর্যবেক্ষণের একটা বিষয়ও থাকতে পারে।
আমার মনে হয়, যেহেতু "আমার দেশের" প্রকাশনা সাময়িকভাবে বন্ধ আছে তাই "প্রথম আলো" চেষ্টা করছে "আমার দেশের" যে বিশাল গ্রাহকগোষ্ঠী আছে তাদেরকে capture করতে।
its all about business. এখানে ideology-র কোন ব্যাপার নেই।
ideology-র কারনে বিরোধিতা করাই যায়, "আমার দেশ" শুরু থেকেই বিরোধিতা করে আসছিল, কিন্তু নগ্নভাবে একজন আন্দোলনকর্মীর চরিত্রকে কলঙ্কিত করে "প্রথম আলো" সাংবাদিকতার সমস্ত নীতি ভঙ্গ করেছে।
কাটতি বাড়ানোর জন্যে দরকার হলে তারা "আমার দেশকেও" ছাড়িয়ে যাবে।
প্রচলিত প্রবাদ আছে "তিন জিনিস বেরিয়ে গেলে আর ফেরানো যায়না, গুলি,মুখের কথা আর তালাক। "
ব্যাপারটা মাথায় থাকা উচিত ছিল প্রথম আলোর। যতই দুঃখ প্রকাশ করুকনা কেন পত্রিকার circulated ১০০০০০০ কপি (তাদের ভাষ্য মতে) কিন্তু মানুষের হাতে হাতে আছে এখনও।
আজকে পরোক্ষভাবে একজনের চরিত্রের দিকে আঙ্গুল তুলেছে, কাল আপনার দিকেও তুলতে পারে।
so এখনই সাবধান হওয়া উচিত।
আমি শাহবাগ আন্দোলনের পক্ষে বা বিপক্ষে সেটা অন্য কথা। তবে আমার দেশের মা বোনের চরিত্র নিয়ে সংবাদমাধ্যম যা তা বলবে এটা আমি মানবোনা।
দরকার হলে প্রথম আলো বন্ধের দাবীতে মানব-বন্ধন করব। আর অবশ্যই চাইব সহব্লগাররা পাশে থাকবেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



