ইরানের পরমাণু কর্মসূচিকে ইসরাইলি পরমাণু অস্ত্রের ‘নিরোধক (ডেটারেন্ট)’ মনে করে অস্ট্রেলিয়া। ইরানকে ‘দুর্বৃত্ত রাষ্ট্র’ বিবেচনা করে না দেশটি। যদিও অস্ট্রেলিয়ার অধিকাংশ পশ্চিমা মিত্র দেশ এমন ধারণা করে। সূত্র: আল-জাজিরা অনলাইন।
সম্প্রতি সাড়া জাগানো ভিন্নধর্মী সংবাদমাধ্যম উইকিলিকস ওয়েবসাইট প্রকাশিত মার্কিন গোপন কূটনৈতিক তারবার্তায় বিষয়টি ওঠে আসে।
এমনকি অস্ট্রেলিয়ার গোয়েন্দা সংস্থাগুলোর ধারণা, ইরানকে পরমাণু কর্মসূচি থেকে বিরত রাখতে ইসরাইল দেশটিতে সামরিক হামলা চালাতে পারে। এসব সংস্থার আশঙ্কা এমন হামলা মধ্যপ্রাচ্যে পরমাণু যুদ্ধের সূচনা করতে পারে এবং এক পর্যায়ে যুক্তরাষ্ট্র এতে জড়িয়ে পড়বে।
ক্যানবেরা থেকে মার্কিন দূতাবাসের পাঠানো এসব তারবার্তা উইকিলিস বিশেষ করে দ্যা সিডনি মর্নিং হেরাল্ড- কে সরবরাহ করে। প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, মিত্র দেশগুলোর সঙ্গে একাধিক বৈঠকে অস্ট্রেলিয়া বিষয়টি উত্থাপন করে।
ক্যানবেরা থেকে ওয়াশিংটনের উদ্দেশ্যে এক দূতাবাস কর্মকর্তার লেখা তারবার্তায় দেখা যায়, ‘পরমাণু অস্ত্র তৈরির সম্ভাব্য দিনক্ষণ এবং ইরানের পরমাণু অস্ত্র অর্জনের উচ্চাকাঙ্ক্ষার বিষয়ে অস্ট্রেলিয়া উদ্বিগ্ন ছিল। একইসঙ্গে ইরানে ওপর আচমকা সামরিক হামলা থেকে ইসরাইলকে বিরত রাখতে অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্রে সঙ্গে কাজ করে।’
‘গোয়েন্দা সংস্থাগুলোর ধারণা, পরমাণু অস্ত্র অর্জনে ইরানের সক্ষমতা মধ্যপ্রাচ্যকে কনভেনশনাল যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে যা পরমাণু যুদ্ধে পরিণত হতে পারে। যুক্তরাষ্ট্রের অংশগ্রহণের মাধ্যমে এ যুদ্ধে অস্ট্রেলিয়াও জড়িয়ে পড়তে পারে।’
চার মাস আগে পাঠানো অপর এক তারবার্তায় ইরানের পরমাণু স্থাপনায় ইসরাইলের একক সামরিক হামলার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে অস্ট্রেলিয়া।
প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের গোপন কূটনৈতিক তারবার্তা প্রকাশ করে সাড়া ফেলে দেয় ওয়েবসাইটভিত্তিক ব্যতিক্রম সংবাদমাধ্যম উইকিলিকস। প্রকাশিত তারবার্তায় মার্কিন কূটনীতির স্পর্শকাতর বিষয়গুলো উঠে আসে। অবশ্য তারবার্তা ফাঁসের পর যৌন হয়রানির অভিযোগে উইকিলিস প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে গ্রেপ্তার করে বৃটিশ পুলিশ।
এরআগে আফগান ও ইরাক আগ্রাসন সংক্রান্ত যুক্তরাষ্ট্রের গোপন সামরিক নথি প্রকাশ করে সাড়া জাগায় ওয়েবসাইট উইকিলিকস। ওইসব নথিতে বেসামরিক জনগণকে হত্যা এবং আটককৃতদের ওপর দখলদার বাহিনীর নৃশংসতার বিষয়টি ওঠে আসে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




