ব্লগার তকমাটা আমার সাথে যায় না! আজ প্রায় সারে তিন বছর হতে চললো তবু ব্লগ এ আমার লেখা বা কমেন্ট এর সংখ্যা অতি অল্প। তবে এটুকু হলফ করে বলতে পারি সামুর অন্ধ ভক্তদের মাঝে অবশ্যই আমিও একজন। পোষ্ট বা কমেন্ট করি আর নাই করি, সামুর একজন নিয়মিত পাঠক ছিলাম, আছি ও থাকবো সবসময়। হয়তো কারও প্রশ্ন আসবে - পোষ্ট, কমেন্ট যদি নাই করলা, তবে ব্লগে তোমার কি কাজ? এই প্রশ্নের উত্তর আমার বিশ্বাস আমার থেকে আপনারাই ভাল দিতে পারবেন। থাক, এবার আসল কথায় আসি..।
সামুর একজন নিয়মিত পাঠক হিসাবে যেমন অনেক হলুদ পোষ্ট পড়েছি তেমনি পড়েছি অনেক অনেক ভাল পোষ্ট যা সময়ের প্রক্ষিতে অজানা; খবরের পেছনের খবরও বলা যেতে পারে। যে কথা বা লেখা বা খবর মিডিয়ার অন্তরালে থেকে যায়, যা গৎ বাঁধা সাংবাদ্বিকতার ঊর্ধে, যা আপনার আমার সবার মনের কথা; যা আমাদের না বলা কথাকে সবার সামনে তোলে ধরে, যা মিডিয়ার কাটিং বাড়ায় না তবে মানুষের ভিতরের মানুষটিকে জাগিয়ে তোলে, যোগায় মনের অতৃপ্ত খোড়াক।
ব্লগ আজ একটি শক্তিশালী মাধ্যম, যেখানে আছে মত প্রকাশের স্বাধীনতা। হয়তো কেউ কেউ সেই স্বাধীনতার অপব্যবহার করে তবে সেটা নগণ্যই বলব এই কারনে যে তা হালে পানি পায় না।
একটি ব্লগ কি না করতে পারে আমরা তা দেখেছি। দেখেছি অসম্ভব কে সম্ভব করার অনেক দৃষ্টান্ত।
বাংলাদেশে ব্লগ এর ইতিহাস এত লম্বা নয় আর এ পর্যায়ে আসতে সামুর অবদান আমরা সবাই জানি। দিন দিন ব্লগারদের সংখ্যা যেমন বেড়ে যাচ্ছে তেমন বাড়ছে পোষ্ট এর মানের পার্থক্য। যদিও চারদিকে ডিজিটাল বাংলাদেশের স্লোগান দেওয়া হচ্ছে, তথাপি তথ্য প্রযুক্তি এখনো সাধারন মানুষের কাছাকাছি পৌছুতে পারে নি। ফলে মানুষ বঞ্চিত হচ্ছে ইন্টারনেট জগতের বিশাল এক মাধ্যম থেকে। এখনও অনেক শিক্ষিত মানুষও জানে না "ব্লগ" কি। তাই এবার সময় হয়েছে ব্লগকে তথা "বাঁধ ভাঙ্গার আওয়াজ"কে সবার কানে কানে পৌছে দেওয়ার। যেহেতু স্বল্প সংখ্যক মানুষ ইন্টারনেট ব্যবহার করে, আর যারা ব্যবহার করে তারা ঐ ফেইসবুক পর্যন্তই সীমাবদ্ধ সেহেতু প্রশ্ন ওঠে এ আওয়াজ সবার কাছে পৌছাবে কি করে?
দেশের অধিকাংশ মানুষ টিভি দেখে, খবর শুনে আর পত্রিকা পরে। ব্লগ সংশ্লিষ্ট মানুষ ছাড়া ব্লগের কন্ঠ তাদের কাছে পৌছায় না। পৌছুলেও সেটা গণমাধ্যমের কল্যাণে। তাহলে ব্লগিং করে কি লাভ? কি লাভ "গোটা কয়েক" মানুষের মধ্যেই যদি সীমাবদ্ধ থাকলো?
ইতিমধ্যে আপনারা নিশ্চয় বুঝে নিয়েছে আমি আসলে কি বলতে চাচ্ছি। শুধু এটুকুই চাওয়া আমাকে যেন পাগল আখ্যা দেওয়া না হয়!
প্রস্তাবঃ
অমর একুশে বই মেলায় সামু'র সংকলিত/নির্বাচিত পোষ্ট নিয়ে বই বের হচ্ছে প্রতি বছর। অনেক ভাল একটি উদ্যোগ; উদ্দেশ্য সামু'র কন্ঠকে জনগণের নিকট পৌছে দেওয়া। কিন্তু প্রশ্ন হলো তা কি উদ্দেশ্যকে সম্পূর্ণভাবে সফল করতে পারছে। উত্তর পারছে তবে সম্পূর্ণভাবে না, আংশিক ভাবে, কেননা তা গুটিকয়েক মানুষের খিদা মিটায়; সবার কাছে পৌছাতে পারে না। তাই আমার প্রস্তাবটি হলো সামু'র নির্বাচিত/ভাল পোষ্টগুলো নিয়ে একটি সাপ্তাহিক/পাক্ষিক/মাসিক সংকলন প্রকাশ করার উদ্যোগ গ্রহন করা যা একটি সাধারণ পত্রিকার মত সকলের দোরগোড়ায় পৌছাবে।
জানি ছোট মুখে বড় একটা কথা বলে ফেললাম তবে বলেছি মনের কথাটাই। কারন সামু'কে শুধু ভার্চুয়াল জগতে একটি নির্দিষ্ট গন্ডিতে আটকে থাকতে দেখতে চাই না... সামু হোক সবার, বাঁধ ভেঙ্গে ভাসিয়ে নিয়ে যাক সমাজের সব জঞ্জালের।
ধন্যবাদ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




