যখন থেকে সামহোয়্যারইন ব্লগ নিয়মিত পড়ি ,২০০৬ সাল, তখন আমি কলেজের ছাএ।
আর এই একাউন্ট টি খুলি ২০১১ সালে। একাউন্ট খুলার ১২ বছর ৭ মাস পরে প্রথম লিখছি।
আর ব্লগের নিয়মিত পাঠক হিসাবে , ১৭ বছর পরে প্রথম লিখছি।
এই ১৭ বছরে জীবন কতটা বদলে গেছে , কতো উত্থান কতো পতন - ভাবা যায় ! এই ১৭ বছরে পৃথিবীর, সমাজের, পরিবারের, রাজনীতির কত শত পরিবর্তনের মধ্য দিয়ে গিয়েছি আমরা।
এর মধ্যে আমি আমার কলেজ, ভার্সিটি শেষ করে ১১ বছরের চাকুরি জীবনে পা দিয়েছি। বিয়ে করেছি, ২ জন বাচ্চা হয়েছে, একজন স্কুলেও যাওয়া শুরু করেছে।
ভাবুন তো কিশোর বয়সের সেই আমির সাথে আজকের মধ্য-বয়সের আমির কত পরিবর্তন।
অফিসের কাজের ফাকে হটাৎ আজ ভাবলাম - একটু থামি। ভেবে দেখি ফেলে আসা দিন গুলি।
এভাবে থামাতো হয় না, হয় কি? অস্থির সময়ে শুধু ছুটে চলা,অজানার দিকে।
এখন থেকে নিয়মিত লেখা শুরু করি, কি বলেন? নিজেকে নিয়ে , সময়কে নিয়ে, জীবনকে নিয়ে।
সর্বশেষ এডিট : ১৬ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:১৫