
ভিন্ন পরিবেশ,অজানা স্থান, হরেক রকমের মানুষের মধ্যে ছেলেটা বসেছে বেঞ্চের এক কনায়।
স্যার ঢুকল - সবাই দাড়িয়ে সম্মান প্রদর্শন করল তাকে।
প্রথমে স্যার জানতে চাইল- সবাই কেমন আছে ..এই বলে শুরু করে নাম বলে পরিচয় দিলেন এবং সকলের নাম বলার জন্য বললেন।
একে-একে সবাই বলল...
এরপরে শুরু হল উপদেশ মূলক কথা -কথার এক পর্যায়ে বলল বন্ধু যত কম বানাবেন ততোই ভালো।
বন্ধু যত বাড়াবে ততোই ঝামেলা -এবং বাড়বে সত্রু সংখ্যাও।
বন্ধু থেকে দলে যোগ,দল থেকে কাটা-কাটি মারা-মারি।
বন্ধুরা অনেক সময় ঝামেলা বাধিয়ে আপনাকে ঝামেলায় ফেলবে।
তাই বন্ধু সংখ্যা খুব সীমিত রাখবে ।
স্যারের এই বক্তব্য টা মন দিয়ে শুনেছিল ছেলেটা।
তারপর ছেলেটা সব রকমের ইনজয়ের মুহুর্ত থেকে বঞ্চিত হয়েছে।
উচ্চ মাধ্যমিক পাশ এর পরবর্তিতে যখন স্কুলে গিয়েছে তখন তার খুব একা লাগত।
এইতো সেদিন; তার এক বড় ভাইকে নিয়ে যখন সে সপিংএ গেল- তখন পথে দেখা হল বড় ভাইয়ের বন্ধুদের,
তাদের মাঝে কি যে একটা মধুর সম্পর্ক তা বুঝতে সময় লাগল না তার।
ছেলেটার মন এখন অনেক খারাপ।
তার চোখে বন্ধু ছাড়া ছাত্রজীবন খুবই কষ্টের ও বন্ধু ছাড়া এ জীবনে কিছুই উপভোগ করা যায় না।

এখন কেউ যদি কলেজে ভর্তি হওয়ার বিষয়ও ছেলেটার কাছে জানতে চায়-তখন কোন এক সুযোগে বন্ধুত্ব করার টিপস্ দিয়ে দেয়।
ছবি:-গুগল

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


